শুধু কোহলি একা নন, নিজের জন্মদিনে সেঞ্চুরি করেছেন এই ৬ তারকাও

নিজস্ব প্রতিবেদন : নিজের জন্মদিনে সেঞ্চুরি করা একজন ক্রিকেট তারকার কাছে যেন সবচেয়ে বড় প্রাপ্তি। রবিবার ক্রিকেট বিশ্বকাপের ইডেনের ম্যাচে এমনই এক বড় প্রাপ্তি অর্জন করেন বিরাট কোহলি (Virat Kohli)। শুধু জন্মদিনে সেঞ্চুরি নয়, এর পাশাপাশি এদিনের এই সেঞ্চুরির মাধ্যমেই তিনি ছুঁয়ে ফেলেছেন এক দিবসীয় ক্রিকেটে দ্বিতীয় তারকা হিসাবে সবচেয়ে বেশি সেঞ্চুরির মাইলস্টোন। তবে শুধু বিরাট কোহলি নন, নিজের জন্মদিনে সেঞ্চুরি করেছেন আরও ৬ তারকা।

১) নিজের জন্মদিনে যারা সেঞ্চুরি করেছেন তাদের মধ্যে অন্যতম একটি নাম হলো শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar)। ১৯৯৮ সালে ২৪ এপ্রিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩৪ রানের ইনিংস খেলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

২) নিজের জন্মদিনে সেঞ্চুরি করার তালিকায় রয়েছেন বিনোদ কাম্বলি (Vinod Kambli)। ১৯৯৩ সালের ১৮ জানুয়ারি নিজের জন্মদিনে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন তিনি। যদিও তার ক্রিকেট কেরিয়ার খুব বড় নয়, তবে এক নামেই সবাই চিনে থাকেন এই ভারতীয় ক্রিকেট তারকাকে।

৩) নিজের জন্মদিনে সেঞ্চুরি করেছিলেন সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya)। ২০০৮ সালের ৩০ জুন তিনি বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন এবং সেদিন তার রান ছিল ১৩০।

৪) ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ৮ মার্চ নিজের জন্মদিনে সেঞ্চুরি করেছিলেন রস টেলর (Ross Taylor)। ঐদিন তিনি পাকিস্তানের বিরুদ্ধে ১৩১ রান করে অপরাজিত ছিলেন।

৫) নিউজিল্যান্ডের টম লাথাম (Tom Latham) ২০২২ সালের ২ এপ্রিল নিজের জন্মদিনে পাকিস্তানের বিরুদ্ধে ১৩১ রান করে সেঞ্চুরি করেছিলেন।

৬) অস্ট্রেলিয়ান তারকা মিচেল মার্শ (Mitchell Marsh) ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ২০ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন।