T20 World Cup: শামি, অশ্বিন সহ টিম ইন্ডিয়ার ৬ তারকা খেলবেন না T20 বিশ্বকাপ, দেখে নিন তালিকা

নিজস্ব প্রতিবেদন : ২০২৩ সালের এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে প্রথম থেকে ভালো খেলেও তীরে এসে তরী ডোবে টিম ইন্ডিয়ার (Team India)। সেই দুঃখ আজও ভুলতে পারেননি ১৪০ কোটি মানুষ। তবে এই দুঃখ কিছুটা হলেও ভোলার ফের সুযোগ রয়েছে ২০২৪ সালে। কেননা ২০২৪ সালেই আয়োজিত হতে চলেছে আরও একটি ক্রিকেট বিশ্বকাপ, আর তা হলো টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup)।

এবার ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। যে কারণে টিম ইন্ডিয়ার কাছে এই টুর্নামেন্টে আরও একটা সুযোগ রয়েছে নতুন কিছু করে দেখানো। তবে আবার এবারের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগেই একটি খবর এসে হাজির টিম ইন্ডিয়ার অনুরাগীদের সামনে। কেননা এবার ৬ জন চেনা তারকা ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অনিশ্চিত।

১) এই তালিকায় প্রথমেই যার নাম করা যেতে পারে তিনি হলেন মহঃ শামি। বলা যেতে পারে তার বোলিংয়ের দৌলতেই ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া ফাইনালের মুখ দেখেছিল। তবে চোটের কারণে তিনি এখন মাঠের বাইরে রয়েছেন এবং ফিট না হওয়া পর্যন্ত তার টিমে প্রত্যাবর্তন অনিশ্চিত।

২) টিম ইন্ডিয়ার মিডিয়াম ফাস্ট বোলার হর্ষল প্যাটেলের খেলা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত। কারণ তার পক্ষে টিমে জায়গা করে নেওয়া অনেক কঠিন। ২০২৩ সালের জানুয়ারি মাসে শেষবার তাকে টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ায় দেখা গিয়েছিল আর তারপর থেকেই তিনি টিমের বাইরে রয়েছেন।

৩) ২০২২ সালের ১০ নভেম্বর টিম ইন্ডিয়ার হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দেখা গিয়েছিল রবিনচন্দ্রন অশ্বিনকে। তারপর থেকে তিনি টিম ইন্ডিয়া থেকে টি-টোয়েন্টি ম্যাচে ছিটকে গিয়েছেন এবং আর কামব্যাক করতে পারেননি।

৪) ২০২৩-২৪ বিসিসিআই চুক্তি থেকে বাদ পড়েছেন ভুবনেশ্বর কুমার। তিনি শেষবার টিম ইন্ডিয়ার হয়ে ২০২২ সালের ২২ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন। এরপর আর সুযোগ পাননি এবং তার প্রত্যাবর্তন একপ্রকার অনিশ্চিত। এমনকি এই বিষয়ে বেশ কিছু সময় ক্ষোভ উগড়ে দিতেও দেখা গিয়েছে ভুবনেশ্বর কুমারকে।

আরও পড়ুন 👉 IPL 2024: মহঃ শামি থেকে রশিদ খান, এবারের আইপিএল থেকে বাদ ৬ তারকা, ৪ দলের বড় ক্ষতি

৫) ২০২৩-২৪ বিসিসিআই চুক্তিতে জায়গা পাননি যুজবেন্দ্র চাহাল। যে কারণে তিনিও এবারের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে খেলবেন না। চাহাল ২০২৩ সালের এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপ থেকেও বাদ পড়েছিলেন। তবে এরপর থেকে আর সেই ভাবে তাকে সুযোগ দেওয়া হয়নি। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তার সংগ্রহে ৮০ ম্যাচে ৯৬ উইকেট রয়েছে। তিনি হলেন ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি।

৬) শেষ টি-টোয়েন্টি ক্রিকেটে সুযোগ পেয়েছিলেন দীনেশ কার্তিক। কিন্তু তিনি সুযোগ পেলেও সেই ভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। সেই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে দীনেশ কার্তিক মাত্র ১৪ রান সংগ্রহ করতে পেরেছিলেন। এই বছর তাকে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে দেখা যাবে না হলেই মনে করা হচ্ছে।