First Phase Lok Sabha Election: প্রথম দফায় কোন কোন রাজ্যের কোথায় ভোট, পরীক্ষায় এই ৯ কেন্দ্রীয় মন্ত্রী, ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : ১৯ এপ্রিল প্রথম দফা ভোটগ্রহণের (First Phase Lok Sabha Election) মধ্য দিয়ে দেশ জুড়ে শুরু হয়ে গেল ২০২৪ এর লোকসভা নির্বাচন। ২০২৪ এর লোকসভা নির্বাচন দেশের কাছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। কেননা এবার বিজেপি ও তার শরিক দলগুলি একত্রিত হয়ে ৪০০ আসন পার করার লক্ষ্যমাত্রা নিয়েছে। অন্যদিকে বিরোধীরা বিজেপি শিবিরকে আটকাতে মরিয়া।

প্রথম দফা নির্বাচনে দেশজুড়ে মোট ১০২টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশের ১০২টি আসনে ভোট গ্রহণ শুরু হওয়ার পাশাপাশি আজ পরীক্ষায় ৯ কেন্দ্রীয় মন্ত্রী এবং দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলে নেতা-নেত্রী প্রার্থীদের কাছে ভোটের দিনই হলো আসল পরীক্ষা। আর এই পরীক্ষায় কে আগামী দিনে সফলতা অর্জন করে তা বোঝা যাবে ৪ জুন।

শুক্রবার দেশের যে ১০২টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে সেগুলির মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে তিনটি আসন। যে তিনটি আসন হলো আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। এই তিনটি আসনের মধ্যে কোচবিহারে পরীক্ষায় বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক। এছাড়াও অরুণাচল প্রদেশের দুটি, অসমের পাঁচটি, বিহারের চারটি, ছত্তিশগড়ের একটি, মধ্যপ্রদেশের ছয়টি, মহারাষ্ট্রের পাঁচটি, মণিপুরের দুটি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

আরও পড়ুন 👉 Marriage Controversy of Jagadish Basunia: মমতার ‘হীরের টুকরো’ প্রার্থী জগদীশ বসুনিয়া পুষছেন দুই বউ! বিয়ে বিতর্কে তৃণমূল

পাশাপাশি ভোট গ্রহণ শুরু হয়েছে মেঘালয়ের দুটি, মিজোরামের একটি, নাগাল্যান্ডের একটি, রাজস্থানের ১২টি, সিকিমের একটি, তামিলনাড়ুর ৩৯ টি, ত্রিপুরার একটি, উত্তর প্রদেশের আটটি, উত্তরাখণ্ডের পাঁচটি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি, জম্মু-কাশ্মীর, লাক্ষাদ্বীপ ও পুদুচেরির একটি করে আসনে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ।

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ছাড়াও শুক্রবার পরীক্ষায় বসেছেন যে সকল কেন্দ্রীয় মন্ত্রীরা তারা হলেন নীতিন গডকড়ি যিনি নাগপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিরেন রিজেজু, যিনি অরুণাচল পশ্চিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করছেন। সর্বানন্দ সানোয়াল, যিনি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি ডিব্রুগড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তরপ্রদেশের মুজাফফরপুর নগর থেকে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং প্রতিদ্বন্দিতা করছেন উধমপুর থেকে। ভূপেন্দ্র যাদব প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজস্থানের আলোয়ার থেকে। অর্জুন রাম মেধাওয়াল রাজস্থানের বিকানের থেকে প্রতিদ্বন্দিতা করছেন। তামিলনাড়ুর নীলগিরি থেকে প্রতিদ্বন্দিতা করছেন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান। তামিলিসাই সৌন্দরারাজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তামিলনাড়ুর চেন্নাইয়ের দক্ষিণ কেন্দ্র থেকে। বিপ্লব দেব প্রতিদ্বন্দ্বিতা করছেন পশ্চিম ত্রিপুরা কেন্দ্র থেকে।