RBI New Rule: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অবশেষে নিয়ে ফেলল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন বছরের সূচনাতেই তারা বন্ধ করে দেবে তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কেন হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলো আরবিআই? বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদনটির মাধ্যমেই। মূলত গ্রাহকদের সাইবার সুরক্ষা এবং ডি়জ়িটাল পরিষেবার সুবিধা দিতে কেন্দ্রীয় ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর ফলে কমে যাবে একাধিক নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা।
বর্তমানে একাধিক বিভিন্ন ধরনের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট রয়েছে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলিতে। এই ধরনের অ্যাকাউন্টগুলো তৎক্ষণাৎ বন্ধ হওয়া দরকার। এমন বহু অ্যাকাউন্টে দুই বা তার বেশি বছর ধরে কোনরকম আর্থিক লেনদেন করা হচ্ছে না। তাই কেন্দ্রীয় ব্যাঙ্ক (RBI New Rule) অবশেষে এই ধরনের অ্যাকাউন্টগুলোকে নিষ্ক্রিয় বলে গণ্য করেছে। সম্প্রতি সাইবার ক্রাইম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে এই ধরনের অ্যাকাউন্টগুলি যথেচ্ছ ব্যবহার করে অন্য গ্রাহকদের থেকে হ্যাকারদের টাকা তুলে নিতে বেশি সময় লাগবে না এবং এই ধরনের অভিযোগও জমা পড়ছে প্রচুর। তাই ঝুঁকিপূর্ণ এই অ্যাকাউন্টগুলিকে ১ জানুয়ারি থেকে বন্ধ করার কথা ঘোষণা করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক।
আবার দেশে এমন একাধিক অ্যাকাউন্ট রয়েছে যেখানে এক বছরের বেশি সময় ধরে কোনরকম আর্থিক লেনদেন হচ্ছে না, সেগুলো কিন্তু রয়েছে আরবিআইয়ের রাডারে।কেন্দ্রীয় ব্যাঙ্ক গ্রাহকদের নিরাপত্তা বাড়াতে এবার বন্ধ করে দিতে পারে এই ধরনের অ্যাকাউন্ট (RBI New Rule)। তবে গ্রাহক এই অ্যাকাউন্ট সক্রিয় করতে পারবেন। যারা দ্রুত এই ধরনের অ্যাকাউন্টগুলোকে আবার সক্রিয় করতে চান, দ্রুত সংশ্লিষ্ট ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আরও পড়ুন:RBI Rules: রাখা যাবে না একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট, আরবিআই এর নির্দেশে দিতে হবে মোটা টাকা ফাইন
আরবিআই (RBI New Rule) এবার কড়া সিদ্ধান্ত নিয়েছে যে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও শূন্য ব্যালেন্সের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। যদি গ্রাহকেরা কেওয়াইসি নথি না জমা দেন তাহলে কিন্তু এই অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেওয়া হবে। গ্রাহকদের সর্বদাই অ্যাকাউন্টের তথ্য আপডেট রাখার নির্দেশ দিয়েছে আরবিআই।
তবে যেসব গ্রাহকদের এরকম ধরনের অ্যাকাউন্ট রয়েছে তারা চিন্তা করবেন না। আরবিআই অ্যাকাউন্ট বন্ধ করলেও আবার চালু করার সুযোগ দেবে গ্রাহকদের। কিন্তু অ্যাকাউন্ট চালু করার জন্য অবশ্যই গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি নথি জমা দিতে হবে। ব্যাংক থেকে সমস্ত নথি পুনরায় যাচাই করার পর সক্রিয় হবে বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট। যদি তথ্য যাচাইয়ের সময়ে ভুলভ্রান্তি ধরা পড়ে অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করতে পারে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।