These banks are giving 9% interest on Fixed Deposit: প্রতিটি মানুষই চান নিজের কষ্ট করে উপার্জন করা টাকা বিনিয়োগ করে নির্দিষ্ট সময় পর অধিক সুদের হারে কিছুটা বেশি পরিমাণ টাকা লাভ করতে। এক্ষেত্রে অনেকেই ভরসা করেন ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিমের উপর। ফিক্সড ডিপোজিট স্কিমে অর্থ বিনিয়োগ করলে বিনিয়োগের প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে সুদের পরিমাণের উপর ভিন্নতা দেখা যায় ঠিকই, তবে যে কোনো প্রতিষ্ঠানেই ফিক্সড ডিপোজিটের মাধ্যমে নিজের জমানো টাকা মেয়াদ পূর্তির সময় সুদ সহ লাভ করা সম্ভব হয়।
আজ আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে এমন একটি ব্যাংকের কথা বলবো যেখানে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)-এর মাধ্যমে অর্থ বিনিয়োগ করলে ৯ শতাংশের চেয়েও বেশি সুদ লাভ করা সম্ভব হবে। তবে এক্ষেত্রে অবশ্যই ফিক্সড ডিপোজিট স্কিমটি হতে হবে একজন প্রবীণ নাগরিকের নামে। সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট স্কিম গুলি মূলত বয়স্ক মানুষদের আর্থিক ভাবে বেশি সুযোগ সুবিধা প্রদান করার জন্যই এই বেশি পরিমাণ সুদ অফার করে। আবার আয়কর আইনের 80TTB ধারার অধীনে প্রবীণ নাগরিকরা এই ফিক্সড ডিপোজিট এর মাধ্যমে প্রাপ্য আয়ের উপর ৫০০০০ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন।
এই সব ছাড় গুলি ফিক্সড ডিপোজিট স্কিম এর মাধ্যমে পাওয়া সম্ভব হয় বলেই প্রবীণ নাগরিকদের কাছে এই স্কিম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভজনক বলে বিবেচিত হয়। তবে এক্ষেত্রে মাথায় রাখা ভালো, আমাদের দেশের বিভিন্ন বৃহত্তম ব্যাংক গুলির থেকে তুলনায় ছোট ফাইন্যান্স ব্যাংক গুলি অনেক বেশি সুদ দেয় তার গ্রাহকদের। তাই সেই ব্যাংক গুলোর মাধ্যমে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করলে স্বাভাবিক ভাবেই অনেক বেশি লাভবান হবেন গ্রাহকরা। দেখে নিন এক্ষেত্রে কোন ব্যাংক কত পরিমাণ সুদ দিচ্ছে।
আরও পড়ুন ? Fixed Deposit Interest Rate: ৮ শতাংশের বেশি সুদ! ফিক্সড ডিপোজিটে বড় অফার দিচ্ছে এই ব্যাঙ্ক
১) Equitos Small Finance Bank
এই ব্যাংকে ফিক্সড ডিপোজিট এর মেয়াদ ৭ দিন থেকে শুরু। ৭ দিন থেকে ১০ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য এই ব্যাংক ৪-৯% পর্যন্ত সুদ দেওয়া হয়। এই ব্যাংকে ফিক্সড ডিপোজিট এর মাধ্যমে অর্থ বিনিয়োগ করলেও প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকদের তুলনায় কিছুটা বেশি পরিমাণ অর্থ লাভ করতে পারেন। এক্ষেত্রে প্রবীণ নাগরিকরা আরো ০.৫০ শতাংশ বেশি সুদ পান। ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য এই ব্যাঙ্কে সুদের হার রয়েছে ৯ শতাংশ। ২০২৩ সালের ২১ অগাস্ট থেকে এই ব্যাংকে জারি আছে এই সুদের হার।
২) Fincare Small Finance Bank
এই ব্যাংকে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিমে সুদ এর পরিমাণ রয়েছে ৩.৬০ শতাংশ থেকে ৯.২১ শতাংশ। ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে ব্যাঙ্কটি এই সুদের হার কার্যকর করেছে।
৩) Jana Small Finance Bank
এই ব্যাংক ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের উপর প্রবীণ নাগরিকদের ৩.৫০ শতাংশ থেকে ৯ শতাংশের সুদ দেয়। ২০২৪ সালের ২ জানুয়ারি থেকে ব্যাংক এই ফিক্সড ডিপোজিট চালু করেছে।