৮০ কোটি নাগরিকের খাদ্য নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি মানুষের ন্যূনতম চাহিদা হল খাদ্য, বস্ত্র বাসস্থান। ন্যূনতম এই সকল চাহিদা পূরণের জন্য কেন্দ্র এবং রাজ্য বিভিন্ন সময় নানান ধরনের প্রকল্প চালু করে থাকে। যেমন দেশের লকডাউন জারি হওয়ার পর কেন্দ্রের তরফ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার জন্য নতুন প্রকল্প চালু করা হয়েছিল।

সম্প্রতি দেশের নাগরিকদের জন্য খাদ্য নিয়ে নতুন একটি সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের মন্ত্রিসভা বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই সিদ্ধান্ত মূলত বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করার বিষয়ে। লকডাউন জারি হওয়ার পর কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পের আওতায় বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পের আওতায় বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করার মেয়াদ শেষ হয় ২০২২ সালের ৩১ ডিসেম্বর। তবে খাদ্য বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করার মেয়াদ শেষ হলেও তা আরও এক বছর চালিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে। বিনামূল্যে রেশনে খাদ্য সামগ্রী দেওয়া হবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পের পরিবর্তে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুসারে।

ভারতের জনসংখ্যা প্রায় দেড়শ কোটির কাছাকাছি হওয়ার পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের। এই বিপুলসংখ্যক মানুষের বিনামূল্যে খাদ্য সামগ্রী লকডাউন জারি হওয়ার সময় থেকে দারুণভাবে সুরাহা হয়ে দাঁড়ায়। অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকা এই পরিবারগুলির যাতে কোন অসুবিধা না হয় তার জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার পরিকল্পনা এক বছর বৃদ্ধি করা হয়েছে।

বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার এই প্রকল্প শুরু হয় ২০২০ সালের এপ্রিল মাসে। সেই সময় থেকেই ৮০ কোটির বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা নিয়ে আসছেন। তারা যাতে আগামী দিনেও এই প্রকল্পের সুবিধা পান তার জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা বন্ধ করার ঘোষণা করা হলেও বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার প্রকল্পকে অন্যত্র সরিয়ে তা বজায় রাখল কেন্দ্র।