নিজস্ব প্রতিবেদন : সূরাপ্রেমীদের জন্য এসে গেল চরম খারাপ খবর। কেননা ১৫ দিন বন্ধ থাকবে মদের দোকান (Liquor Shop)। যে ১৫ দিন মাথা ঠুকলেও মদের দোকান থেকে মদ পাবেন না। বাংলায় তো অবশ্যই, পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যেও বন্ধ থাকবে মদের দোকান। তবে আবার সব রাজ্যে ১৫ দিন মদের দোকান বন্ধ থাকবে তাও নয়।
মদের দোকান বন্ধ থাকা অর্থাৎ ড্রাই ডে (Dry Day) ঘোষণা করা হয়েছে মূলত লোকসভা নির্বাচনের কারণে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, যে কেন্দ্রে যেদিন ভোট গ্রহণ প্রক্রিয়া হয় সেই দিন ওই কেন্দ্রের মদের দোকান বন্ধ রাখতে হয়। শুধু ভোটগ্রহণের দিন নয়, এর পাশাপাশি ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মদের দোকান বন্ধ রাখতে হয়।
নির্বাচন কমিশনের এই নিয়ম অনুযায়ী বাংলায় যেহেতু মোট ৭ দফায় ভোট গ্রহণ করা হবে তাই ৭x২ অর্থাৎ ১৪ দিন মদের দোকান এমনিতেই বন্ধ থাকবে। এর পাশাপাশি যেদিন ভোট গণনা অর্থাৎ ৪ জুন গোটা দেশের পাশাপাশি বাংলার প্রতিটি কোণাতেই ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। যদিও টানা বন্ধ থাকবে না মদের দোকান। সুতরাং ওই দিনটিতেও বন্ধ থাকবে মদের দোকান। এর ফলে ভোট শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১৭ এপ্রিল থেকে ৪ জুনের মধ্যে মোট ১৫ দিন বন্ধ থাকবে মদের দোকান।
বাংলায় কবে কোথায় বন্ধ থাকবে মদের দোকান?
১৯ এপ্রিল ভোটের জন্য ১৭ এপ্রিল বিকেল ৫টা থেকে ১৯ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে।
২৬ এপ্রিল ভোটের জন্য ২৪ এপ্রিল বিকেল ৫টা থেকে ২৬ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে।
৭ মে ভোটের জন্য ৫ মে বিকেল ৫টা থেকে ৭ মে বিকেল ৫টা পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুরে।
আরও পড়ুন ? New Trains: আরও সহজে হবে যাতায়াত! এবার নতুন দুটি ট্রেন চালু করল পূর্ব রেল, দেখে নিন সময়সূচি
১৩ মে ভোটের জন্য ১১ মে বিকেল ৫টা থেকে ১৩ মে বিকেল ৫টা পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে রাণাঘাট, কৃষ্ণনগর, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোলে।
২০ মে ভোটের জন্য ১৮ মে বিকেল ৫টা থেকে ২০ মে বিকেল ৫টা পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, আরামবাগে।
২৫ মে ভোটের জন্য ২৩ মে বিকেল ৫টা থেকে ২৫ মে বিকেল ৫টা পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুরে।
১ জুন ভোটের জন্য ২৯ মে বিকেল ৫টা থেকে ১ জুন বিকেল ৫টা পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম , বারাসত, বসিরহাট, যাদবপুর, জয়নগরে।