Rules and Regulations of Flight: তরল ঘি থেকে নারকেল, বিমান সফরে এইসব জিনিস নিয়ে গেলেই শাস্তি, জরিমানা

Prosun Kanti Das

Updated on:

Advertisements

These Rules & Regulations must be followed to board a flight: দূর ভ্রমণের জন্য অনেকেই আকাশ পথকে বেছে নেন। এতে খরচ বেশি হলেও দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যায়। আবার অনেকের স্বপ্ন থাকে বিমান সফর করার। তবে বিমান সফর করা বাস-ট্রেনে চড়ার মতো নয়। ফ্লাইট যাত্রা করতে গেলে বেশ কিছু নিয়মকানুন (Rules & Regulations of Flight) মানতে হয়। এমন কিছু জিনিস আছে যা বিমান সফরে নিয়ে যাওয়া দণ্ডনীয় অপরাধ। তাই বিমান সাফরে যাওয়ার আগে জেনে নিন ফ্লাইটে কোন কোন জিনিস নিয়ে যাওয়া যায় না। নিয়ে গেলে মোটা টাকা জরিমানা দিতে হয়। অথবা নিয়ে গেলেও তা কিভাবে নিয়ে যেতে হবে।

Advertisements
ফ্লাইট যাত্রায় যে যে জিনিসগুলি নেবেন না

তরল ঘি:- বিমান সফরের নিয়ম (Rules & Regulations of Flight) অনুযায়ী ফ্লাইটে ঘি নিয়ে ওঠা দণ্ডনীয় অপরাধ। তরল ঘি নিয়ে কখনোই বিমান সফর করবেন না। যদি একান্ত নিয়ে যাওয়ার দরকার হয় তাহলে তা ফ্রিজে জমিয়ে তাতে করে নিয়ে যেতে পারেন।

Advertisements

শুকনো নারকোল:- বিশেষ কিছু খাবার রয়েছে যেগুলি ফ্লাইটে বহন করা নিষিদ্ধ। ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল যেকোনো বিমানে শুকনো নারকোল নিয়ে ট্রাভেল করবেন না। ধরা পড়লে মোটা টাকা জরিমানা দিতে হবে।

Advertisements

তরল পদার্থ:- ফ্লাইট যাত্রায় তরল জাতীয় কোনো জিনিস না নিয়ে যাওয়া শ্রেয়। তবে এক্ষেত্রে কেউ যদি তরল জাতীয় কোনো খাবার বা কিছু নিয়ে যেতে চান সেক্ষেত্রে একটু সচেতনভাবে নিয়ে যেতে হবে। তবে তার আবার পরিমাপ রয়েছে। বিমান সফরে কোনো লিকুইড জিনিস নিয়ে যেতে গেলে একটি এক লিটারের প্লাস্টিক বয়াম নিন। তাতে পরিমাণ অনুযায়ী তরল জিনিস নিয়ে যান। তবে এই জিনিস যে কোন ব্যাগে বহন করলে চলবে না। টেম্পার প্রুফ ব্যাগে এই তরল জিনিস নিয়ে যান। ভুলেও চেক ইন প্রুফ ব্যাগে তরল জিনিস নেবেন না। যদি এ বিষয়ে সতর্ক না হন তাহলে কিন্তু অপরাধমূলক শাস্তি পেতে হবে।

নিকোটিন:- ভুলেও কখনো ফ্লাইট যাত্রায় (Rules & Regulations of Flight) নিকোটিন জাতীয় কোনো জিনিস নিয়ে ট্রাভেল করবেন না। যেমন সিগারেট, তামাক, লাইটার, দেশলাই। ফ্লাইট যাত্রার নিয়ম অনুযায়ী এই জিনিসগুলি বহন করলে তা দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়। তাই এইদিক থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন ? Domestic Flight: আরও সহজ হবে যোগাযোগ ব্যবস্থা, কলকাতা থেকে এই ৪ রুটে চালু হবে বিমান পরিষেবা

পাওয়ার ব্যাংক:- বিমান সফরে লাগেজে কখনোই পাওয়ার ব্যাংক নেবেন না। যদি ভুলে নিয়ে আসেন তাহলে তা এয়ারপোর্টে ছেড়ে আসতে হবে।

ভারী লাগেজ:- ফ্লাইট যাত্রার নিয়ম (Rules & Regulations of Flight) অনুযায়ী বিমানে ভারী লাগেজ নিয়ে ট্রাভেল করা নিষেধ। এক্ষেত্রে লাগেজের ওজন যদি বেশি হয় তাহলে অতিরিক্ত জিনিস বিমানবন্দরে রেখে আসতে হবে। নিয়ম অনুযায়ী লাগেজে কোনো জিনিস নিলে তা ১০০ মিলির ওজনের মধ্যে নিতে হবে। তার বেশি হলেই তা বিমানবন্দরে খালি করতে হবে।

Advertisements