Domestic Flight: আরও সহজ হবে যোগাযোগ ব্যবস্থা, কলকাতা থেকে এই ৪ রুটে চালু হবে বিমান পরিষেবা

India Express is going to start flight services on four new routes from Kolkata Airport: “উড়ান” এমন একটি সংস্থা যেটি মূলত কম খরচে বিমান পরিষেবা দেওয়ার জন্য পরিচিত। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস খুব শীঘ্রই কলকাতা থেকে নতুন চারটি রুটে উড়ান পরিষেবা চালু করতে চলেছে। এর মধ্যে দুটি আন্তর্জাতিক রুটে এবং দুটি ঘরোয়া রুটে (Domestic Flight) বিমান পরিষেবা চালু করা হবে উড়ান সংস্থাটির হাত ধরে। তথ্যসূত্রে জানা গেছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর তরফ থেকে খুব শীঘ্রই কলকাতার দমদমে অবস্থিত নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নতুন দুটি ঘরোয়া রূটে বিমান পরিষেবা তথা উড়ান (Domestic Flight) পরিষেবা চালু করা হবে।

কোচি আর ইম্ফলে যাতায়াত করা এখন খুবই সহজ হতে চলেছে। কারণ দমদমের নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোচি ও ইম্ফলের উদ্দেশ্যে একটানা বিমান পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিয়া এক্সপ্রেস। এখানে এই বিমান পরিষেবা তথা উড়ান পরিষেবা (Domestic Flight) পাওয়া যাবে প্রতিদিন। ইম্ফলে এই বিমান পরিষেবা পাওয়া যাবে ৭ দিনই আর কোচিতে বিমান পরিষেবা পাওয়া যাবে সপ্তাহে ৬ দিন।

কলকাতা ইমফল রুটে কলকাতা থেকে সকাল ৭ টায় বিমান ছেড়ে ইম্ফল পৌঁছাবে সকাল ৮:৫ এ। আবার ইম্ফল থেকে ৮:৩৫ এ বিমান ছেড়ে এসে কলকাতায় গন্তব্যে পৌঁছাবে সকাল ১০:২০ মিনিটে। অন্যদিকে কলকাতা কোচি রুটে কলকাতা থেকে সকাল ১১ টা ২৫ মিনিটে বিমান ছাড়বে এবং কোচির গন্তব্যস্থলে পৌঁছবে দুপুর ২:৩৫ এ আবার কোচি থেকে ৩টে ৫ মিনিটে ওড়া শুরু করে কলকাতায় এসে নামবে সন্ধে ৬ টা ১০ মিনিটে। ভবিষ্যতে ইন্টিগ্রেশনের মাধ্যমে আরো অনেকগুলি ঘরোয়া রুটে বিমান পরিষেবা (Domestic Flight) চালু করা হবে বলে জানিয়েছে ইন্ডিয়া এক্সপ্রেস।

আরও পড়ুন 👉 Sikkim Flight and Helicopter Service: এবার কলকাতা থেকে আরও সহজে যাওয়া যাবে সিকিম, চালু হচ্ছে বিমান ও হেলিকপ্টার পরিষেবা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হলো এয়ার ইন্ডিয়ার একটি সহযোগী সংস্থা ও টাটা গ্রুপের একটি অংশ। ইতিমধ্যে ভারতের ৭০ টি রুটে বিমান পরিষেবা চালু করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এর ফলে মেট্রো শহর গুলির সাথে অন্যান্য শহরের যোগাযোগ আরও বৃদ্ধি পাচ্ছে। কলকাতা থেকে অযোধ্যা, চেন্নাই, জয়পুর, গুগুহাটি, কোচি, ইম্ফল সহ আরও অনেক জায়গায় বিমান পরিষেবা (Domestic Flight) দিচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ৩৯ টি বোয়িং, ৭৩৭ এবং ২৮ টি এয়ার বাসে ৩২০ সহ দিনে ৩৬০ টিরও বেশি উড়ান পরিষেবা দেয় এই সংস্থা।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর তরফ থেকে সম্প্রতি বিমান সংক্রান্ত চারটি পরিষেবা চালু করা হয়েছে।
  1. এক্সপ্রেস লাইট – শুধুমাত্র কেবিন ব্যাগেজ এর ভাড়া সংক্রান্ত।
  2. এক্সপ্রেস ভ্যালু – ১৫ কেজি চেকিং ব্যাগের ভাড়া সংক্রান্ত।
  3. এক্সপ্রেস ফ্লেক্স – কোন পরিবর্তন সীমাহীন পরিবর্তন করা।
  4. এক্সপ্রেস বিজ – ভালো খাবারের পাশাপাশি বিজনেস ক্লাসে বসার ব্যবস্থা করা।