Sea Beach Near Kolkata: অনেক হলো দীঘা মন্দারমনি! এবার কলকাতার কাছেই ঘুরে আসুন এই সমুদ্র সৈকত

Antara Nag

Published on:

Advertisements

This Sea Beach near Kolkata will definitely impress you: ভ্রমণ কথাটি বাঙালির জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। সুযোগ পেলেই বাঙ্গালীর মন শুধু ঘুরতে যাওয়ার জন্যই উদগ্রীব হয়ে থাকে। একঘেয়েমি জীবন এবং কাজের ব্যস্ততা থেকে একটু স্বস্তির নিঃশ্বাস পেতে গেলে ভ্রমণের থেকে ভালো ওষুধ আর কিছু হতে পারে না। সামনেই আছে লম্বা গরমের ছুটি, আর এই ছুটিটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। যদি মনে করেন অল্প কিছুদিনের জন্য স্বল্প খরচে কোথাও ঘুরতে যাবেন তাহলে আপনার জন্য আজকের এই প্রতিবেদনটি একেবারেই উপযুক্ত। এখানে উল্লেখ করা আছে একটি দুর্দান্ত সমুদ্র সৈকতের (Sea Beach Near Kolkata) কথা।

Advertisements

দু-এক দিনের ছুটিতে বাঙালি হামেশাই ঘুরতে যায় দীঘা কিংবা মন্দারমনি। তবে এই জায়গাগুলোতে আজকাল পর্যটকদের ভিড় সব সময় লেগে থাকে। আপনি যদি একটু নির্জনে সমুদ্র সৈকতে সময় কাটাতে চান পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। দীঘার খুব কাছেই রয়েছে এই সমুদ্র সৈকতটি (Sea Beach Near Kolkata)। আশা করি চিনে আসতে খুব একটা অসুবিধা হবে না।

Advertisements

উড়িষ্যার বালেশ্বর এর কাছেই পড়ে এই সমুদ্র সৈকত (Sea Beach Near Kolkata)। জায়গাটির নাম হল তালসারি। যারা শংকরপুর, দীঘা, মোহনা কিংবা মন্দারমনিতে গেছেন তারা এই জায়গাটি অবশ্যই ঘুরে আসতে পারেন। এই সমুদ্র সৈকতের সময় কাটাতে আপনার মন্দ লাগবে না। শুনতে পারবেন বিভিন্ন পাখির কুজন এবং সাথে ঝাউয়ের বন দেখতে পাবেন। উপরি পাওনা হিসাবে রয়েছে সমুদ্র সৈকতের হাজার হাজার লাল কাঁকড়া। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই পর্যটকদের আকৃষ্ট করে।

Advertisements

আরও পড়ুন ? Digha Hotel: হোটেল বুকিংয়ের নিয়মে বদল! এবার এত সহজে দীঘায় মিলবে না হোটেল

আপনি যদি তালসারি (Sea Beach Near Kolkata) যেতে চান তাহলে দীঘাগামী বাস কিংবা ট্রেনে করেই এই জায়গায় পৌঁছাতে পারবেন। যারা দীঘা ঘুরতে যান তারা কিন্তু সেখান থেকে তালসারিতে ঘুরতে যেতে পারবেন। দীঘার থেকে তালসারির দূরত্ব খুব একটা বেশি নয়। দিন কয়েকের জন্য যদি ছুটি কাটাতে চান তাহলে এর থেকে ভালো পর্যটন কেন্দ্র আপনার জন্য আর হতে পারে না। অল্প পয়সাতেই ছুটি কাটানো হবে এবং সাথে হবে সমুদ্র দর্শন।

জানলে অবাক হবেন দীঘার থেকে তালসারির দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। তাই সারা বছর পর্যটকরা এখানে ভিড় জমায়। তবে দীঘার থেকে পর্যটকদের সংখ্যা এখানে অনেকটাই কম থাকে। নিরিবিলিতে সময় কাটাতে চাইলে এই সমুদ্র সৈকত একেবারে পারফেক্ট। কি ভাবছেন তাহলে? দেরি না করে ঝটপট এই গরমের ছুটিতেই ঘুরে আসুন তালসারির সমুদ্র সৈকত থেকে।

Advertisements