Ambani Tata deal: টাটাদের সঙ্গে হাত মেলাচ্ছেন আম্বানি! এই ব্যবসায় আসছে ঝড় তুলবে ভারতীয় দুই সংস্থা

These two companies are joining hands in business by implementing the Ambani Tata deal: ভারতের বিভিন্ন ব্যবসায়ী সংস্থা গুলির মধ্যে রতন টাটার পরিচালিত টাটা গোষ্ঠী এবং মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপের কথা তো সবারই জানা। শুধু ভারতবর্ষের অভ্যন্তরেই নয়, সমগ্র বিশ্বে নিজেদের ব্যবসায়িক কৃতিত্বের পরিচয় দিয়েছে এই দুই সংস্থা। জানা যাচ্ছে এবার এশিয়ার অন্যতম সেরা এই দুই গ্রুপের মধ্যে হতে পারে ব্যবসায়িক পার্টনারশিপ (Ambani Tata deal)। একটি বিশেষ রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির সংস্থার সঙ্গে এবার জোটবদ্ধ ভাবে কাজ করতে চলেছে টাটা গ্রুপ।

এই বিষয়টি সম্পর্কে দুই সংস্থার তরফ থেকে এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা না হলেও জানা যাচ্ছে মুকেশ আম্বানির নেতৃত্বে পরিচালিত রিলায়েন্স, টাটা প্লেতে পার্টনারশিপের (Ambani Tata deal) জন্য ওয়াল্ট ডিজনির সঙ্গে বিশেষ আলোচনা করছে। এই প্রক্রিয়া সফল হলে দেশের ইতিহাসে প্রথমবারের জন্য টাটা ও আম্বানি গোষ্ঠী একসঙ্গে কাজ করবে। তাদের এই জোটবদ্ধ প্রয়াস দেশীয় ব্যবসাকে আরো উন্নত করবে বলেই আশা করা যাচ্ছে।

জানা যাচ্ছে মুকেশ আম্বানির নেতৃত্বে পরিচালিত রিলায়েন্স বর্তমানে ভারতীয় টেলিভিশন ডিস্ট্রিবিউশন সেক্টরে বিনিয়োগ বাড়াতে বিশেষ ভাবে প্রস্তুতি গ্রহণ করছে। সেই কারণেই ওয়াল্ট ডিজনির সঙ্গে ব্যবসায়িক চুক্তি করতে চাইছে তারা। বিশেষ রিপোর্টে অনুসারে দাবি করা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টাটা প্লেতে ২৯.৮ শতাংশ শেয়ারের জন্য ওয়াল্ট ডিজনি কোম্পানির সঙ্গে আলোচনা শুরু করেছে। টাটা প্লে এমন একটি স্যাটেলাইট টিভি ও স্ট্রিমিং সার্ভিস যা টেলিভিশন ডিস্ট্রিবিউশন সেক্টরে বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন 👉 Tata Solar Power Project: আসবে না ইলেক্ট্রিক বিল, সোলার প্যানেল নিয়ে রাজ্যে বড় বিনিয়োগ টাটাদের

এই টাটা প্লে এর মালিক ওয়াল্ট ডিজনি। তবে টাটা প্লে তে বর্তমানে ৫০.২ শতাংশ শেয়ার এর অধিকারী টাটা প্লে। বাকি শেয়ার এর মালিক হিসাবে রয়েছে ডিজনি ও সিঙ্গাপুরের বিনিয়োগ ফার্ম টেমাজেক। তবে জানা যাচ্ছে সিঙ্গাপুরের টেমাজেক কোম্পানি তাদের ২০ শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানে এই শেয়ারের মোট মূল্য রয়েছে ১ বিলিয়ন ডলার। এই শেয়ারটিকে কেন্দ্র করে টাটা গ্রুপের সঙ্গেও আলোচনা চলছে।

যদিও কি আলোচনা চলছে সেই বিষয়ে রিলায়েন্স, ডিজনি এবং টাটা সন্স কেউই কিছু জানাননি। শুধু এটুকু জানা গেছে যে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লন্ডনে ওয়াল্ট ডিজনি কোম্পানির সঙ্গে একটি নন বাইন্ডিং টার্ম শীট স্বাক্ষর করেছে। যারা গেছে চলতি মাসের মধ্যেই এই সম্পর্কিত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।