Tata Solar Power Project: আসবে না ইলেক্ট্রিক বিল, সোলার প্যানেল নিয়ে রাজ্যে বড় বিনিয়োগ টাটাদের

Prosun Kanti Das

Updated on:

Tata group is going to build new solar power projects in the state: বর্তমানে সোলার প্যানেলের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপন্ন করে সেই বিদ্যুৎ বিভিন্ন কাজে লাগানোর ক্ষেত্রে বিশেষ উদ্যোগী হয়েছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রাজ্যেও সেই প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। জানা যাচ্ছে সৌর বিদ্যুৎ যথাযথ ব্যবহার করা সম্ভব হলে যেমন পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে ঠিক তেমনি সাধারণ মানুষদের বিদ্যুতের জন্য খরচ অনেক গুণ হ্রাস পাবে। এই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ রাজ্যেও টাটা গোষ্ঠীর (Tata Solar Power Project) উদ্যোগে শুরু হল নতুন এক প্রকল্প।

টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেড বা টিপিআরইএল ভারতের অন্যতম একটি সমন্বিত বিদ্যুৎ সংস্থা। এটি টাটা পাওয়ারের (Tata Solar Power Project) একটি সহায়ক সংস্থা হিসেবে কাজ করে। সোমবার টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেড এর তরফ থেকে জানানো হয়েছে তারা পশ্চিমবঙ্গে ১০০০ কিলোওয়াটের বাইফেসিয়াল সোলার সিস্টেম প্রকল্প চালু করেছে। বাইফেসিয়াল সোলার সিস্টেমে যে সৌর প্যানেল থাকে তা নিজের উভয় পৃষ্ঠ দিয়ে সূর্যের আলো শোষণ করে এবং দুই পিঠ দিয়েই সৌর শক্তি উৎপাদন করতে পারে।

সংস্থার তরফ থেকে পূর্ব ভারতে এই প্রথম বাইফেসিয়াল মডিউল বসানো হল, যা সৌর বিদ্যুৎ উৎপন্ন করতে বিশেষ ভাবে সহায়তা করবে। টাটা (Tata Solar Power Project) পাওয়ার সংস্থার তরফ থেকে এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে “টিপিআরইএল চেংমারি টি এস্টেটের সাথে একটি অগ্রণী ১০৪০ কিলোওয়াট বাইফেসিয়াল সোলার সিস্টেম প্রকল্প সফলভাবে চালু করেছে”।

আরও পড়ুন 👉 Patanjali Solar Panel: বিদ্যুৎ খরচের চিন্তা শেষ! এবার পতঞ্জলি সোলার প্যানেলে ১ টাকায় মিলবে ১ ইউনিট বিদ্যুৎ

টাটা এর আগেও সৌর এবং বায়ু শক্তি সহ পুনর্নবীকরণ যোগ্য শক্তি প্রকল্প গুলির বিকাশ ও নির্মাণ বিষয়ে বড় বড় প্রজেক্ট নিয়ে এসে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। বর্তমানে তাদের গ্রহণ করা এই প্রকল্পটি বছরে প্রায় ১.৫ মিলিয়ন ইউনিট শক্তি উৎপন্ন করবে বলে জানা যাচ্ছে। আশা করা হচ্ছে যে পরিমাণ শক্তি এর দ্বারা উৎপন্ন হবে তা ২৯৪২০ লক্ষ টন কার্বন হ্রাস করবে। বিশেষজ্ঞরা বলছেন এর দ্বারা পরিবেশের যতটা মান উন্নয়ন হবে তা ৪৭০০০ সেগুন গাছ লাগানোর সমতুল্য।

টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেডের এমডি ও সিইও দীপেশ নন্দা এই প্রসঙ্গে জানিয়েছেন “উদ্ভাবনী বাইফেসিয়াল প্রযুক্তি, সৌর প্যানেলের উভয় দিক থেকে সূর্যের আলো ক্যাপচার করে, বর্ধিত পরিচ্ছন্ন শক্তি উৎপাদনে একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে। প্রযুক্তিগত উৎকর্ষতা এবং পরিবেশগত পরিচালনার সীমানা ঠেলে এই বিপ্লবের অগ্রভাগে থাকতে পেরে আমরা গর্বিত। এই সংযোজনের সাথে, টিপিআরইএলের মোট পুনর্নবীকরণযোগ্য ক্ষমতা ৯০১২ মেগাওয়াটে পৌঁছেছে”।