নিজস্ব প্রতিবেদন : বাংলার বিধানসভা ভোটের জন্য প্রথম দফায় বিজেপি ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করে এবং পরে দ্বিতীয় দফায় আরও দুজন প্রার্থীর নাম ঘোষণা করে যারা প্রথম দুই দফা নির্বাচনের ক্ষেত্রে ৬০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথম দুই দফা নির্বাচনের ৬০টি আসনের মধ্যে ৫৯টি প্রার্থী দিয়েছে বিজেপি এবং একটিতে প্রার্থী দিয়েছে বিজেপির শরিক দল। আর এরপর রবিবার বিজেপির তরফ থেকে তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করা হলো।
তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকায় তৃতীয় এবং চতুর্থ দফা ভোটগ্রহণের ৬৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো। তৃতীয় দফায় ভোট হবে ৩ জেলার ৩১টি আসনে এবং চতুর্থ দফায় ভোট হবে ৫ জেলার ৪৪টি আসনে। অর্থাৎ এই দুই দফা মিলে রবিবার বিজেপির তরফ থেকে ৭৫টি আসনের মধ্যে ৬৩ জন প্রার্থীর নাম ঘোষণা করলো।
প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন যারা তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোমজুড় থেকে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য, যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সিঙ্গুর থেকে। স্বপন দাশগুপ্ত, প্রতিদ্বন্দ্বিতা করছেন তারকেশ্বর থেকে। নিশীথ প্রামানিক প্রতিদ্বন্দ্বিতা করবেন দিনহাটা থেকে। বাবুল সুপ্রিয় টালিগঞ্জ, যশ দাশগুপ্ত চন্ডীতলা, পায়েল সরকার বেহালা পূর্ব, ডাঃ ইন্দ্রনীল খাঁ কসবা, তনুশ্রী চক্রবর্তী শ্যামপুর, লকেট চট্টোপাধ্যায় চুঁচুড়া, অঞ্জনা বসু সোনারপুর দক্ষিণ, রন্তিদেব সেনগুপ্ত হাওড়া দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৬৩ জন প্রার্থীর নাম
বিজেপির তরফ থেকে এদিন যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে বিজেপির একাধিক সাংসদ পুনরায় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পেয়েছেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা বেশ কয়েকজন বিধায়ক এবং বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।