দেবী সরস্বতীকে সন্তুষ্ট করার মোক্ষম উপায়, ভোগে রাখুন এই ৬টি জিনিষ

রাত পোহালেই সরস্বতী পুজো(Saraswati Puja 2023)। তাই এখন নানা শিক্ষা প্রতিষ্ঠানে ও অনেক বাড়িতেই দেবী আরাধনার আয়োজন তুঙ্গে। আর প্রচলিত রীতি অনুযায়ী সরস্বতী হলুদ ও সাদা রঙ, পলাশ ফুল, আমের মঞ্জরী প্রভৃতি জিনিস ভীষণ পছন্দ করেন। তবে এগুলো ছাড়াও দেবীর বিশেষ কিছু জিনিস আছে যেগুলি তার ভীষণ পছন্দের। আসুন জেনে নিন সেই সব জিনিসের নাম।

শাস্ত্র মতে কিছু কিছু ভোগ আছে যেগুলি দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয়। আর শাস্ত্র এই কথাও বলে যে, সরস্বতী বন্দনার এই তিথিতে বাড়িতে কিছু নির্দিষ্ট বস্তু নিয়ে আসলে তার ফল খুব শুভ হয়। আর এর ফলে আমাদের জীবন ক্রমশ উন্নতির দিকে এগিয়ে যায়। তাহলে আর দেরি কেনো, এই বছর পুজোয় দেবীর উদ্দেশ্যে তার পছন্দের এই কয়েকটি ভোগ নিবেদন করে ফেলুন।

১) জাফরান হালুয়া : সরস্বতী পুজোয় জাফরানের হালুয়ার ভোগ নিবেদন করতে পারেন। মনে করা হয় বাগদেবীকে এই প্রসাদ অর্পণ করলে ব্যক্তির জীবন থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যায়।

২) বোঁদে : এই তিথিতে বোঁদের ভোগ নিবেদন করলে দেবী সরস্বতী সাধকের ওপর তুষ্ট হবেন। এর ফলে সেই জাতকের বুদ্ধি বিকশিত হবে।

৩) মালপুয়া : সন্তানের উচ্চশিক্ষা বা চাকুরীতে যাতে কোনও বাধা না-আসে, তার জন্য বসন্ত পঞ্চমী তিথিতে মালপুয়ার ভোগ নিবেদন করা হয়। এতে বাচ্চাদের মানসিক বিকাশ হয়।

৪) রাজভোগ : শাস্ত্র মতে বসন্ত পঞ্চমীতে রাজভোগের প্রসাদ অর্পণ করলে সৌভাগ্য বৃদ্ধি হয়। কারণ সরস্বতী দেবী হলুদ রং দেখলে প্রসন্ন হন।

৫) বেসনের লাড্ডু : মনে করা হয় সরস্বতী পুজোয় প্রসাদ হিসেবে দেবীকে বেসনের লাড্ডু নিবেদন করলে, সরস্বতীর পাশাপাশি দেবগুরু বৃহস্পতিও সন্তুষ্ট হয়ে থাকেন। আর তারা আশীর্বাদ করে থাকেন।

৬) মিষ্টি হলুদ ভাত : বসন্ত পঞ্চমীর জাফরান দিয়ে মিষ্টি হলুদ ভাতের নৈবেদ্য দিলে দেবী তুষ্ট হন এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায়।

এছাড়াও মনে করা হয় এই তিথিতে বিয়ের পোশাক বা কোনও শৃঙ্গারের জিনিস কেনা শুভ। এর ফলে সৌভাগ্য বৃদ্ধি সম্ভব হয়। এই তিথিতে হলুদ ক্রিস্টাল বল প্রবেশদ্বারে লাগানো বিশেষ শুভ বলে মনে করা হয়। এর ফলে বাচ্চাদের শিক্ষাদীক্ষায় কোনও বাধা আসতে পারে না। এই তিথিতে বাগদেবীর নতুন ছবি বা মূর্তি বাড়িতে আনা যায়। অথবা যেকোনো সংগীত চর্চার যন্ত্র বা জিনিস কিনে আনা যায়। আর এই গুলি করলে সরস্বতী দেবী তুষ্ট হয়ে আশীর্বাদ করবেন বলে মনে করা হয়।