FD Rate of Bank: প্রায় ৮% সুদ! এই ব্যাঙ্কে FD করলেই তরতড়িয়ে বাড়বে টাকা, দেখে নিন পুরো হিসেব-নিকেশ

This bank is giving about an 8% interest rate on FD: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট গত বেশ কয়েক বছর ধরে সর্বোচ্চ হারেই ধার্য করা রয়েছে। তাই বিভিন্ন ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে ফিক্স ডিপোজিটের (FD Rate of Bank) ক্ষেত্রে মোটা টাকা অফার করা হচ্ছে সুদ হিসাবে। এই ব্যাংকগুলির মধ্যে অন্যতম হলো ফেডারেল ব্যাংক। সম্প্রতি ফেডারেল ব্যাংকের তরফ থেকে দেশি অথবা বিদেশি উভয় গ্রাহকদের জন্যই সুদের হারে বদল করা হয়েছে।

ফেডারেল ব্যাংকের গ্রাহকরা ৭ দিন থেকে ১০ বছর সময়সীমার জন্য ফিক্স ডিপোজিটে টাকা রাখতে পারেন। সময়সীমার উপর ভিত্তি করে ফিক্স ডিপোজিট (FD Rate of Bank) এর জন্য ৩ থেকে ৭.৫৫ শতাংশ সুদ ধার্য করেছে ফেডারেল ব্যাংক। ১৭ ই এপ্রিল ২০২৪ থেকে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। এছাড়াও প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.৯০ শতাংশ সুদ ধার্য করা হয়েছে।

ফিক্স ডিপোজিটে (FD Rate of Bank) ৪০০ দিনের জন্য বিনিয়োগ করলে সর্বোচ্চ সুদ দেওয়া হচ্ছে ব্যাংক থেকে। ৪০০ দিনের জন্য বিনিয়োগে প্রবীণ নাগরিকদের জন্য ধার্য করা হয়েছে 7.90 শতাংশ সুদ। এবং সাধারণ নাগরিকদের জন্য সুদের পরিমাণ রাখা হয়েছে ৭.৪০ শতাংশ। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যে কোন স্কিমে বিনিয়োগ করলে নির্ধারিত সুদের পরিমাণের চেয়ে ০.৫০ শতাংশ সুদ বেশি পাবেন প্রবীণ নাগরিকরা। এই নিয়মটি প্রবীণ নাগরিকদের নজর কেড়েছে।

আরও পড়ুন 👉 HDFC Fixed Deposit: শুধু FD-র সুদ নয়, এবার সুদের উপরও মিলবে বাড়তি সুদ! দুর্দান্ত সুবিধা দিচ্ছে HDFC

চলুন জেনে নেওয়া যাক, সময় সীমার উপর ভিত্তি করে কোন স্কিমে কত টাকা সুদ (FD Rate of Bank) দিচ্ছে ফেডারেল ব্যাংক। ৭ দিন থেকে ২৯ দিনের মেয়াদ যুক্ত ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ধার্য করা হয়েছে ৩ শতাংশ। ৩০ থেকে ৪৫ দিনের মেয়াদযুক্ত স্কিমে সুদের হার ধার্য করা হয়েছে ৩.২৫ শতাংশ। ৪৬ দিন থেকে ৬০ দিন অর্থাৎ দু মাসের ক্ষেত্রে সুদের হার ধার্য করা হয়েছে ৪ শতাংশ। ৬১ দিন থেকে ১১৯ দিন পর্যন্ত মেয়াদের ক্ষেত্রে ৪.৭৫ শতাংশ এবং ১২০ দিন থেকে 180 দিন পর্যন্ত মেয়াদ যুক্ত ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে ধার্য করা হয়েছে ৫% সুদ।

১৮১ দিন থেকে ২৭০ দিনের জন্য ফিক্সড ডিপোজিট (FD Rate of Bank) এর সুদের হার ধার্য করা হয়েছে ৫.৭৫ শতাংশ। ২৭১ দিন থেকে ৩৬৪ দিনের জন্য সুদের হার ধার্য করা হয়েছে ৬ শতাংশ। একইভাবে এক বছর থেকে ১৫ মাসের জন্য ৬.৮০ শতাংশ, ১৬ মাস থেকে ২ বছরের মেয়াদে ৭.২০ শতাংশ, ২ থেকে ৩ বছরের ক্ষেত্রে ৭.৫ শতাংশ, ৩ থেকে ৫ বছরের জন্য ৭ শতাংশ এবং ৫ বছরের ঊর্ধ্বে যেকোনো মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার ধার্য করা রয়েছে ৬.৬০ শতাংশ।