মিঠুন সহ যেসকল তারকাদের ঠাঁই হলো না বিজেপির প্রার্থী তালিকায়

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বাসিন্দাদের চমক দিয়ে মোদীর ব্রিগেড সমাবেশে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপিতে নাম লিখিয়েই তাকে রাজ্যের বাসিন্দাদের অভয় বার্তা দিতে দেখা যায়। এরপরে আবার তিনি রাজ্যের ভোটার হিসেবে নিজের নাম নথিভুক্ত করেন। যার পর থেকেই জল্পনা শুরু হয় তার প্রার্থী হওয়া নিয়ে।

কিন্তু বিজেপির তরফ থেকে শেষ যে ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো তাতে দেখা গেল না মিঠুন চক্রবর্তীর নাম। অর্থাৎ বিজেপির প্রার্থী হলেন না মহাগুরু। মহাগুরু মিঠুন চক্রবর্তী যেমন বিজেপির প্রার্থী হলেন না ঠিক তেমনি একাধিক তারকাদের নাম সামনে এসেছে যারা আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপির প্রার্থী তালিকায় ঠাঁই পেলেন না।

দীর্ঘদিন আগে থেকেই টলিউডের বেশকিছু অভিনেতা-অভিনেত্রীকে গেরুয়া শিবিরের নাম লেখাতে দেখা যায়। যাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র, রূপা ভট্টাচার্য, জয় বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা, অনিন্দ্য, পুলক বন্দ্যোপাধ্যায়, পার্নো মিত্র। অন্যদিকে সদ্য টলিউড থেকে গেরুয়া শিবিরে নাম লেখান যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জী, পায়েল সরকার, পাপিয়া অধিকারী সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী। কিন্তু এদের মধ্যে বেশ কয়েকজনের নাম প্রার্থী তালিকায় ঠাঁই পায়।

[aaroporuntag]
প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন সদ্য যোগ দেওয়াদের মধ্যে যশ দাশগুপ্ত, শ্রাবন্তী, পায়েল সরকার, পাপিয়া অধিকারী এবং পুরাতনদের মধ্যে পার্নো মিত্র। তবে প্রার্থী তালিকা থেকে বঞ্চিত থাকতে হলো রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র, রূপা ভট্টাচার্য, জয় বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা, অনিন্দ্য, সুরজিৎ চৌধুরী, পুলক বন্দ্যোপাধ্যায়ের মত একাধিক অভিনেতা-অভিনেত্রীদের, যারা দীর্ঘদিন ধরেই গেরুয়া শিবিরের সাথে রয়েছেন। এনিয়ে নতুন করে কোনো ক্ষোভ তৈরি হয় কিনা তারই জল্পনা তৈরি হচ্ছে রাজ্য জুড়ে।