Interest Rate: টাকা মরার গল্প নেই! মিলবে ৮% সুদ, দুর্দান্ত অফার নিয়ে হাজির এই সরকারি ব্যাঙ্ক

Prosun Kanti Das

Published on:

Advertisements

This government bank appeared to Customers with an 8% interest rate: সঞ্চিত অর্ধ বিনিয়োগের মাধ্যমে যদি নিশ্চিত রিটার্ন পাওয়া যায় তাহলে বেশ ভালই হয়। এখনো পর্যন্ত সাধারণ মানুষ বিনিয়োগের ক্ষেত্রে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট অথবা রেকারিং ডিপোজিট স্কিমগুলিকেই বেশি ভরসা করেন। কারণ, এই সমস্ত স্কিমে বিনিয়োগ করলে মেয়াদ শেষে নিশ্চিত রিটার্ন পাবার সম্ভাবনা থাকে। বিনিয়োগের মাধ্যমে বেশি অর্থ রিটার্ন পেতে চাইলে শেয়ার মার্কেট, মিউচোয়াল ফান্ড, ক্রীপ্টোকারেন্সি জাতীয় ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করা যেতে পারে। কিন্তু সে ক্ষেত্রে নিশ্চিতভাবে টাকা রিটার্ন আসার সম্ভাবনা নাও থাকতে পারে। এই সমস্যা সমাধান করতে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়িয়ে (Interest Rate) দিয়েছে এই ব্যাংক।

Advertisements

ব্যবসা বাড়াতে বিভিন্ন ব্যাংকের তরফ থেকে একাধিক আকর্ষণীয় অফার নিয়ে আসা হয়েছে। বেশকিছু ব্যাংক বিনিয়োগ সংক্রান্ত স্কিমগুলিতে সুদের হার বৃদ্ধি করেছেন। এদের মধ্যে অন্যতম হলো ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটের সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে। ২ কোটি টাকার নিচে সমস্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়ানো (Interest Rate) হয়েছে। ১লা জুন থেকে এই নিয়ম চালু হয়ে গেছে বলে শোনা যাচ্ছে। মেয়াদের উপর ভিত্তি করে কোন স্কিমের জন্য ইউনিয়ন ব্যাংক কত টাকা সুদ দিচ্ছেন জানেন কি? না জানলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। জেনে নিন ইউনিয়ন ব্যাংকের সুদের হারের পরিমাণ।

Advertisements

মেয়াদের উপর ভিত্তি করে সুদের বাড়িয়েছে (Interest Rate) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাংকে মাত্র ৭ দিনের জন্যও ফিক্সড ডিপোজিট করা সম্ভব। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটে ৩.৫% সুদ ধার্য করেছে। ৪৬ দিন থেকে 90 দিনের ক্ষেত্রে সুদের হার একটু বেশি ৪.৫০ শতাংশ ধার্য করা হয়েছে। ৯১ দিন থেকে ১৮০ দিনের জন্য বিনিয়োগ করলে সুদের হার ধার্য করা হবে ৪.১৭ শতাংশ। ১ বছর অব্দি মেয়াদে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার থাকে ৬.২৫% অব্দি।

Advertisements

১ বছর থেকে ৩৯৮ দিনের জন্য বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার থাকে সবচেয়ে বেশি ৭.২৫ শতাংশ। ৪০০ থেকে ৯৯৮ দিনের জন্য বিনিয়োগ করলে সুদের হার থাকবে ৬.৫০ শতাংশ। ৯৯৯ টাকার উর্ধ্যে যেকোন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ধার্য করা হবে ৬.৪০ শতাংশ। শুধুমাত্র ১০০০ দিন থেকে ১০ বছর অব্দি মেয়াদযুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ধার্য করা হয়েছে ৬.৫০ শতাংশ। তবে এখানেই শেষ নয়, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেন ব্যক্তিদের ক্ষেত্রে সুদের হারে তারতম্য লক্ষ করা যায়।

আরও পড়ুন ? Supreme Court Verdict: জয় জয়কার সরকারি কর্মচারীদের! রাজ্যকে ধাক্কা, ৬% সুদ সহ বেতন দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেকোনো মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ০.৫০% সুদ অতিরিক্ত ধার্য করা হয়ে থাকে। অর্থাৎ যদি সাধারণ ব্যক্তিকে কোন ফিক্সড ডিপোজিটে ৭.৫% সুদ দেওয়া হয় তাহলে সিনিয়র সিটিজেন ব্যক্তিকে সেই একই মেয়াদের মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়ে (Interest Rate) দেওয়া হবে ৭.৭৫ শতাংশ। ৯৯৯ দিনের উর্ধ্বে করা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রবীর নাগরিকরা সর্বোচ্চ ৭.৫৫ শতাংশ সুদ পেতে পারেন। সুপার সিনিয়রদের ক্ষেত্রে সাধারণ নাগরিকের তুলনায় ০.৭৫% সুদ বেশি দেওয়া হয়। ৯৯৯ দিনের ঊর্ধ্বে করা ফিক্সড ডিপোজিটে, ক্ষেত্রে সর্বোচ্চ ৮% সুদ দেওয়া হয় সুপার সিনিয়র ব্যক্তিদের।

Disclaimer: বাংলাXP কোনো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) নিবন্ধিত আর্থিক উপদেষ্টা সংস্থা নয়। উপরিক্ত নিবন্ধটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে লেখা হয়েছে। বাংলাXP কোনোভাবেই কাউকেই বিনিয়োগ করার জন্য উৎসাহিত করে না। কোনো খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে নিজেস্ব চিন্তা-ভাবনা, গবেষণা এবং বাজারগত ঝুঁকি নেওয়ার সহনশীলতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে।

Advertisements