This is the logic for hanging of sandals behind the trucks: রাস্তা দিয়ে যাবার সময় প্রায় বড় বড় ট্রাক, বাস, লরি কিংবা মালবাহী ভ্যানের পিছনে একটা ছেঁড়া জুতো বা চটি (Sandal Hanging Behind Trucks) ঝুলতে দেখা যায়। এর পিছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে? আপনি কি ভেবে দেখেছেন, কেন এরকম প্রথা প্রচলিত এই দেশে? কোনো কুসংস্কারবশত এমন কাজ করা হয় না তো? অনেকেই মনে করে থাকেন যে গাড়ির ব্যাবসায় যাতে কারো কুনজর না লাগে সেই কারণে গাড়ির মালিক এমনটা করে থাকেন। আজকের প্রতিবেদনে আপনি আপনার অজানা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে আসুন দেরি না করে জেনে নিই চটজলদি।
আপনারা রাস্তায় যেসব ট্রাক, বাস, লরি বা মালবাহী ভ্যান দেখতে পান তার পিছনে ছেঁড়া জুতো বা চটি ঝোলানো (Sandal Hanging Behind Trucks) শুধুমাত্র কুসংস্কারের জন্য করা হয় না। এর পিছনে কিছু বৈজ্ঞানিক কারণও রয়েছে। আপনারা আজকের প্রতিবেদনে এর বিস্তারিত ব্যাখা পেয়ে যাবেন। এমন অনেক বিষয় আছে যা আমাদের কাছে অজানা, প্রতিবেদনে তাই আলোচনা করা হলো।
এর পিছনের আসল কারণ হল, গাড়িটি ওভারলোডেড কীনা সেটাই জানা যায় এর থেকে। প্রাচীনকালে গাড়ি ওভারলোড হয়েছে কীনা, সেটা বোঝার জন্য এই ধরনের ছেড়া জুতো ঝোলানো হত। যদি গাড়ি ওভারলোড হতো তাহলে জুতাটা মাটি ছুঁয়ে ফেলত (Sandal Hanging Behind Trucks)। এর অর্থ আর যাত্রী কিংবা মাল গাড়িতে লোড করা যাবেনা। আবার জুতা মাটি স্পর্শ না করলে বোঝা যেত গাড়ি এখন-ও ওভারলোড হয়নি।
আরও পড়ুন ? Metro vs Bus: হাওড়া থেকে মেট্রো চালু হতেই মাথায় হাত বাস মালিকদের, টিকে থাকতে নয়া পরিকল্পনা
তবে বর্তমানে মাল বোঝাই করা ট্রাকের ওজন নেওয়ার বহু উন্নত পদ্ধতি বার হয়েছে। তা সত্বেও পুরনো পদ্ধতি (Sandal Hanging Behind Trucks) মেনে চলা হয় এখনো। অনেকেই ছেঁড়া জুতো বা চটি ঝুলিয়ে রাখেন। সেই পুরোনো পদ্ধতিটিই অনেকেই আজও অনুসরণ করে। সেই ট্র্যাডিশন কেউ কেউ বজায় রেখেছে।
বৈজ্ঞানিক কারণ ছাড়াও ট্রাক, বাস, লরি বা মালবাহী ভ্যানের পিছনে ছেঁড়া জুতো বা চটি ঝোলানোর নেপথ্যে রয়েছে কিছু কুসংস্কার-ও রয়েছে। অনেকেই বিশ্বাস করেন, ছেঁড়া জুতো ঝোলালে কার-ও কুনজর পড়বে না গাড়ির উপর এবং যাত্রাপথে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না।