This lady constable gave a befitting reply to the constable of Delhi Police: সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওতে দেখা গেছে একজন সুঠাম চেহারার ব্যক্তি পরনে তার সাদা তোয়ালে। তার বচসা বাঁধলো এক মহিলা পুলিশকর্মীর সঙ্গে। ছবিটি রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে নেট দুনিয়াতে। ওই মহিলা পুলিশকর্মী আসলে একজন উত্তরাখণ্ডের মহিলা ট্রাফিক পুলিশ কনস্টেবল (Lady Constable), নাম তার শর্মিলা বিস্ট। বর্তমানে ওই মহিলা কনস্টেবল এর হরিদ্বারে পোস্টিং। আর ওই ব্যক্তির পরিচয় জানেন কি? সাদা তোয়ালে পরা ব্যক্তিটি আসলে দিল্লি পুলিশের কনস্টেবল। কেনো এই ঝামেলা? মূলত ট্রাফিক নিয়ম মানা নিয়ে এবং চালান কাটা নিয়েই ঝামেলার এই সূচনা। সবথেকে বড় কথা হলো ওই মহিলা ট্রাফিক কনস্টেবল যথেষ্ট উচিত শিক্ষা দিয়েছেন দিল্লি পুলিশের কনস্টেবলকে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ওই ব্যক্তিটি ওই ব্যক্তিটি হরিদ্বারে গাড়ি পার্কিং করেছিলেন নো পার্কিং এলাকায়। সেই থেকেই বচসার সূত্রপাত। দিল্লির ওই কনস্টেবল এর গাড়ি ধরে ফেলেন মহিলা ট্রাফিক কনস্টেবল (Lady Constable)। তখনই ওই সাদা তোয়ালে পরা ব্যক্তি নিজেকে পরিচয় দিচ্ছেন দিল্লি পুলিশ বলে। কিন্তু ব্যক্তিটিকে ছেড়ে দেননি তিনি, যোগ্য জবাব দিয়েছেন তাকে। আইন সবার জন্য সমান এবং সেই কারণেই তিনি চালান কাটেন।
দিল্লি পুলিশ এর ওই কর্মরত ব্যক্তিটির নাম অমিত, যিনি গাড়িটি পার্ক করেছিলেন সার্ভিস রোডে। তাকে অনেকবার বারণ করা সত্ত্বেও কাউকে তিনি পাত্তা দেয়নি। অবশেষে তার গাড়িটি ক্রেন দিয়ে সরাতে হয়েছিল। মহিলা কনস্টেবল (Lady Constable) এরপর এসে তর্ক বিতর্ক শুরু করেন চালান কাটা নিয়ে। তবে এই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং ওই মহিলাটির সবাই প্রশংসা করেছে।
অমিত আসলে সেদিন ঘাটে স্নান করতে গেছিলেন তাই তার পরনে ছিল সাদা তোয়ালে। চালান কাটার খবর শুনে শুধু তোয়ালে পরেই হাজির হয়ে যান অমিত। সেই সময় ওই মহিলা ট্রাফিক পুলিশ (Lady Constable) চালান কেটে ব্যক্তিটির হাতে ধরিয়ে দেন। মহিলাটির এই কার্যকলাপের জন্য মুগ্ধ ওপরমহলের কর্তারা, খুবই প্রশংসিত হয়েছে তার কাজ।
#Watch : हरिद्वार में ट्रैफिक ड्यूटी के दौरान महिला ट्रैफिक पुलिस कर्मी शर्मिला बिष्ट ने नियमों का पालन नहीं करने पर दिल्ली पुलिसकर्मी को अच्छा सबक सिखा दिया, जिसका वीडियो सोशल मीडिया में खूब तेजी से वायरल हो रहा है।#haridwar #TrafficPolice pic.twitter.com/d4JZRANvmh
— Hindustan (@Live_Hindustan) June 9, 2023
প্রসঙ্গত, হরিদ্বার এসএসপি অজয় সিং, মহিলা ট্রাফিক শর্মিলা বিস্টকে এসপি ট্রাফিক রেখা যাদবের উপস্থিতিতে শুভেচ্ছা জানিয়েছেন। ফুলের তোড়া দিয়ে পর্যন্ত তাকে সম্মান জানানো হয়। আসলে আইনের চোখে সবাই সমান, সেখানে কাউকে ছাড় দেওয়া হবেনা। যতই সে পুলিশের কনস্টেবল হোক না কেনো। মহিলা কনস্টেবল এর এই সাহসিকতা সত্যি প্রশংসা করার মতো।