Local train stoppage in Bidhannagar Road: আরও সহজে হবে যাতায়াত, এবার বিধাননগর রেলস্টেশনে স্টপেজ দেবে এই ট্রেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গুরুত্বের কথা মাথায় রাখলে শিয়ালদা রেল স্টেশনের কাছাকাছি হলেও বিধাননগর রোড রেল স্টেশনের (Bidhannagar Road) গুরুত্ব কম নয়। সরকারি বেসরকারি কর্মচারীরা থেকে শুরু করে ব্যবসায়ী এবং সাধারণ বহু মানুষ বিধাননগর রেল স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। এবার এই রেলস্টেশন থেকে যারা যাতায়াত করেন তাদের জন্য একটি সুখবর দিল ভারতীয় রেল (Indian Railways)।

Advertisements

বিধান নগর রেলস্টেশন থেকে যাতে সহজেই যাত্রীরা যাতায়াত করতে পারেন, যাতে যাত্রীদের অসুবিধা না হয় তার জন্য এবার একটি লোকাল ট্রেনের স্টপেজ (Local train stoppage in Bidhannagar Road) দেওয়া শুরু হলো। গত ১২ ফেব্রুয়ারি থেকে ওই লোকাল ট্রেনের স্টপেজ দেওয়া শুরু হয়েছে। এর আগে পর্যন্ত ওই লোকাল ট্রেনের স্টপেজ বিধাননগর রোড রেল স্টেশনে দেওয়া হতো না। এবার এই ট্রেনের বিধান নগর স্টেশনে স্টপেজ বৃদ্ধি সাধারণ যাত্রীদের সুবিধা বাড়ানোর পরিপ্রেক্ষিতে তারা বেশ খুশি।

Advertisements

সারাদিন কাজকর্মের পর বহু যাত্রী রয়েছেন যারা শিয়ালদা এবং বিধাননগর সহ পার্শ্ববর্তী রেলস্টেশন থেকে কল্যাণী সহ বিভিন্ন ফেরার জন্য অধীর আগ্রহে থাকেন। আর এই সকল সময়ে এত যাত্রীদের চাপ থাকে লোকাল ট্রেনে ওঠা রীতিমতো নাজেহাল হয়ে যায়। এসবের পরিপ্রেক্ষিতে একটি ট্রেনের স্টপেজ বৃদ্ধি করা মানেই যাত্রীদের সুবিধা বাড়িয়ে দেওয়া।

Advertisements

আরও পড়ুন ? Local Train Fare Decreased: সুখবর, এই রুটে এবার লোকাল ট্রেনের ভাড়া ৩০ টাকার বদলে করা হল ১০ টাকা

যে লোকাল ট্রেনটির স্টপেজ বৃদ্ধি করা হয়েছে সেই লোকাল ট্রেনটি হল শিয়ালদা কল্যাণী সীমান্ত সুপার লোকাল। ৩১৩৩৭ এই সুপার লোকাল ট্রেনটির আগে বিধান নগর স্টেশনে স্টপেজ ছিল না। তবে পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি থেকে ট্রেনটি দেওয়া শুরু করেছে। এই ট্রেনটি সন্ধ্যা ৭:১০ মিনিটে শিয়ালদা রেল স্টেশন থেকে কল্যাণীর উদ্দেশ্যে রওনা দেয়। এবার এই ট্রেনটি ৭:১৭ মিনিটে বিধান নগর স্টেশনে স্টপেজ দেবে।

৩১৩৩৭ শিয়ালদা কল্যাণী সীমান্ত সুপার লোকাল ট্রেনটি শিয়ালদা থেকে সন্ধ্যা ৭:১০ মিনিটের রওনা দেওয়ার পর রাত ৮:৩৯ মিনিটে কল্যাণী সীমান্তে পৌঁছায়। বিধান নগর রোড স্টেশনে স্টপেজ বৃদ্ধির পর এখন এই ট্রেনটি শিয়ালদা ও কল্যাণী সীমান্ত ছাড়াও মাঝে ১২টি স্টেশনে স্টপেজ দেবে। সন্ধ্যার সময় এই ট্রেন যাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন হিসেবেই গণ্য হয়ে আসছে।

Advertisements