Glue Traps Selling Stopped: অ্যামাজন হোক অথবা ফ্লিপকার্ট, আর মিলবে না এই পণ্য, বন্ধ হল বিক্রি

নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে আর দোকানে ছোটাছুটি করতে হয় না, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিসো সহ বিভিন্ন অনলাইন বিপণনী সংস্থার আগমনে বাড়িতে বসেই পাওয়া যাচ্ছে প্রয়োজনীয় সমস্ত ধরনের জিনিসপত্র। তবে এবার চাপে পড়ে এই সকল সংস্থা একটি পণ্য বিক্রি করা বন্ধ করে দিল। এবার ওই পণ্য আর হাজার চেষ্টা করেও মিলবে না এই সকল অনলাইন বিপণনী সংস্থা থেকে।

যে জিনিসটির কথা বলা হচ্ছে সেটি একদিকে যেমন জরুরী ঠিক সেইরকমই আবার খুব যে প্রয়োজনীয় তা-ও নয়। এখন হয়তো ভাবছেন কোন এমন জিনিস বিক্রি করা বন্ধ করে দিল এই সকল সংস্থাগুলি। আবার কেন বিক্রি বন্ধ করে দেওয়া হল তা নিয়েও হয়তো আপনাদের মধ্যে ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে। চলুন এই সকল সমস্ত খুঁটিনাটি আমরা জেনে নিই।

আসলে ওই সকল অনলাইনে সংস্থাগুলির তরফ থেকে এতদিন পর্যন্ত ইঁদুর ধরার জন্য যে এক ধরনের ট্র্যাপ বিক্রি করতো সেটি বিক্রি করা বন্ধ করে দেওয়া হলো। এই ট্র্যাপ একটি মোটা কাগজ বা পিচবোর্ডের বইয়ের মত। যার মধ্যে এমন এক ধরনের আঠা দেওয়া থাকে যেখানে ইঁদুর অথবা অন্য কোন ছোটখাটো প্রাণী, কীটপতঙ্গ পড়লে আটকে যায়। এই ট্র্যাপকে বলা হয়ে থাকে গ্লু ট্র্যাপ (Glue Traps)। এবার এই গ্লু ট্র্যাপ (Glue Traps Selling Stop) বিক্রি বন্ধ করে দেওয়া হল।

আরও পড়ুন 👉 Rat Killer: লাগবে না অবনী কাকুর ইঁদুর মারা বিষ! এবার এই ৪ উপায়েই পালাবে সব ইঁদুর

এখন প্রশ্ন কেন এই পণ্য বিক্রি করা বন্ধ করা হলো? এই ধরনের পণ্য বিক্রি বন্ধ করে দেওয়ার কারণ হল লাগাতার পশু সুরক্ষা সংস্থা পেটার চাপ। আসলে ওই ধরনের ট্র্যাপের মধ্যে ইন্দুর ছাড়াও অন্যান্য ছোটখাটো প্রাণী ও কীটপতঙ্গ আটকে যাওয়ার পর তারা প্রাণপণ চেষ্টা করে বেরিয়ে আসার জন্য। খুব অল্প সংখ্যক ক্ষেত্রে বেরিয়ে আসা সম্ভব হলেও অধিকাংশ ক্ষেত্রেই ইঁদুর সহ অন্যান্য প্রাণীদের মৃত্যু হয়।

প্রাণীদের উপর এমন অসহনীয় কাজকর্মের পরিপ্রেক্ষিতে সমাজসেবীরা সরব হয়েছিলেন এবং পশু সুরক্ষা সংস্থা পেটা এর বিরুদ্ধে সুর চড়িয়েছিল। আর তারই পরিপ্রেক্ষিতে এবার অনলাইন বিপণনী সংস্থাগুলির অধিকাংশই এই ধরনের ট্র্যাপ তাদের সংস্থায় বিক্রি করা বন্ধ করে দিল। এমনকি এই ধরনের ট্র্যাপ এখন ওই সকল সংস্থায় সার্চ করলে পাওয়া যাচ্ছে না। পরিবর্তে ইঁদুর ধরার জন্য খাঁচা এবং অন্যান্য যন্ত্রপাতি দেখাচ্ছে।