Women Managed Railway Station: মহিলা দ্বারা পরিচালিত রেল স্টেশন, নেই একজনও পুরুষ কর্মী

Prosun Kanti Das

Published on:

Advertisements

Women Workers Railway Station: মহিলা দ্বারা পরিচালিত রেল স্টেশন, নেই একজনও পুরুষ কর্মী। আপনি কি জানেন? এমন একটি রেলস্টেশন রয়েছে যেটা সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত (Women Managed Railway Station)। নেই একজনও পুরুষ কর্মী। অবাক লাগছে? কিন্তু এটাই সত্যি। বাস্তবে সত্যিই এমন একটি রেলস্টেশন রয়েছে যা সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত। কি ভাবছেন? কোন বিদেশের মাটিতে হয়তো এরকম রেল স্টেশন রয়েছ? না। আপনার আমার বাড়ির একদম কাছেই রয়েছে এই রেলস্টেশন। বিদেশ তো নয়ই, বরঞ্চ আমাদের রাজ্যেই রয়েছে এমন একটি স্টেশন।

Advertisements

নারী দুর্বল নয়, অবহেলার পাত্রী নয়। নারী চাইলে সব করতে পারে। এই কথাটা আবারো প্রমাণ করল কলকাতা। নারী নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। কলকাতার বুকে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। বিচারের আশায় পথে নেমেছে গোটা দেশ। ঠিক এই পরিস্থিতিতে সামনে এসেছে এক চমকপ্রদ ঘটনা। এই কলকাতারই বুকে গোটা একটি রেল স্টেশন চলছে শুধুমাত্র মহিলা কর্মীদের দ্বারা (Women Managed Railway Station)। মহিলাকর্মীরা এখানে নিশ্চিন্তে, নিরাপদ ভাবে নিজেদের কাজ করে চলেছেন। সম্পূর্ণ রেলস্টেশনটি একেবারেই পুরুষ বর্জিত। একজনও পুরুষ কর্মী এইখানে নেই।

Advertisements

এই রেলস্টেশনটির নাম প্রিন্সেপ ঘাট রেলস্টেশন। না শুরুর দিন থেকে এই রেলস্টেশনটি মহিলা দ্বারা পরিচালিত ছিল না। ২০২০ সাল থেকে এই রেল স্টেশনটি মহিলা দ্বারা পরিচালিত (Women Managed Railway Station)। হয়ে আসছে বর্তমানে এখানকার স্টেশন মাস্টার থেকে শুরু করে পোর্টম্যান, লাইনম্যান, পোর্টার এমনকি স্যানিটেশন স্টাফ হিসাবেও নিযুক্ত রয়েছেন শুধুমাত্র মহিলা কর্মীরাই। স্টেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় কোন বিভাগেই নেই একজনও পুরুষ কর্মী। মহিলারা এখানে নির্বিঘ্নে কাজ করছেন। দিনে রাতে সব সময় একেবারেই নিরাপদ তারা। সুরক্ষা ব্যবস্থা নিয়েও কোন প্রকার ভয় পেতে হয় না তাদেরকে।

Advertisements

আরো পড়ুন: ট্রেনও পথ হারায়, ভুল রুটে আধঘন্টা চলার পর হুঁশ ফিরল চালকের

প্রিন্সেপ ঘাট স্টেশনটি এমনিতেই কলকাতাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়। কারণ এই স্টেশন সংলগ্ন প্রাকৃতিক পরিবেশ। কিছুটা নিরিবিলিতে সময় কাটানোর জন্য অনেকেই এই স্টেশন চত্বরে আসেন। বর্তমানে স্টেশনটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত (Women Managed Railway Station) এই খবর প্রকাশ্যে আসতেই স্টেশনটির জনপ্রিয়তা আরো অনেকটা বেড়ে গেছে। নারীর ক্ষমতাবৃদ্ধি এবং নিরাপত্তা রক্ষার দিক থেকে ইস্টার্ন রেলওয়ের নেওয়া এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। গোটা একটা রেল স্টেশনের যাবতীয় কাজ সামলাচ্ছে মেয়েরা। কোন পুরুষের সাহায্য ছাড়াই।

২০২০ সাল থেকে প্রিন্সেপ ঘাট স্টেশনটিকে সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত রেল স্টেশন হিসেবে পরিণত করা হয়েছে। কিন্তু এতদিন এই খবর প্রকাশ্যে আনা হয়নি। সম্প্রতি রেল কর্তৃপক্ষের তরফ থেকে এই খবরটি প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। তারাই জানিয়েছে, এই রেল স্টেশনটিতে নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে স্টেশন মাস্টার প্রত্যেকেই মহিলা। কোন পুরুষ কর্মীকে এখানে নিয়োগ করা হচ্ছে না আপাতত। মহিলারা নিজেরাই স্টেশনের পরিচ্ছন্নতা বজায় রাখছেন। আবার রেল পরিচালনা থেকে শুরু করে কাজের স্থানান্তর, যাত্রী পরিষেবা সবকিছু সামলাচ্ছেন তারাই। পূর্ব রেলের এই পদক্ষেপ নিঃসন্দেহে নারীর ক্ষমতা প্রমাণে সহায়ক।

Advertisements