This Safe Bike cannot be driven after Drink of Can not be Stolen: ট্রাফিক নিয়ম অনুযায়ী মদ্যপান করে বাইক চালানো একেবারেই নিষিদ্ধ। কিন্তু তারপরও বহু মানুষকে মদ্যপ অবস্থায় বাইক চালাতে দেখা যায়। ফলে তাদের নানা প্রাণঘাতী বিপদের সম্মুখীন হতে হয়। এছাড়া বর্তমান সময়ে বাইক চুরির মত আকছার ঘটছে। বাইকের গলা লক করা থাকলেও সেটি ভেঙ্গে চোরেরা চুরি করছে। এই দুয়ের হাত থেকে বাঁচার জন্য মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (MNNIT) নিয়ে এসেছে এক নতুন ধরনের বাইক (Safe Bike)।
প্রতিষ্ঠানের পড়ুয়ারা সোসাইটি অফ অটোমেটিক ইঞ্জিনিয়ার (SAE) ক্লাবের উদ্যোগে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জিতেন্দ্র এন গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই নতুন ধরনের বাইক (Safe Bike) আবিষ্কার করেছেন। যেখানে বসানো হয়েছে এমন এক সেন্সর যা কোন মদ্যপ ব্যক্তিকে গাড়ি চালাতে দেবে না।
প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে যে, এই বাইকে বসানো হয়েছে এমন এক সেন্সর যা অ্যালকোহলের গন্ধ পেলেই বাইক স্টার্ট করতে দেবে না। অর্থাৎ, কোন ব্যক্তি যদি মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে আসেন তাহলে বাইকটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। কোনোভাবেই সেই মদ্যপ ব্যক্তি গাড়িটিকে চালু করতে পারবেন না।
আরও পড়ুন ? Bajaj CT 100: ৯০ কিমি মাইলেজ, দুর্দান্ত লুক, এবার জলের দরে নতুন বাইক আনল Bajaj
শুধু তাই নয়, প্রাণের প্রিয় গাড়িটিকে কোথাও রেখে একটু দূরে যেতে ভয় হয় যদি চুরি হয়ে যায়। কিন্তু আর ভয় নয়, ভয়কে জয় করার সময় চলে এসেছে। নতুন এই বাইকটিতে রয়েছে অ্যান্টি থেপ্ট সেন্সর যা আপনার বাইককে চুরি হওয়ার হাত থেকে বাঁচাবে। এছাড়াও, এই বাইকটিতে রয়েছে সহজে উচ্চতায় ওঠার জন্য বিশেষ কিছু ফিচার। আরো নানা রকম সেন্সর লাগানো রয়েছে এই বাইকে (Safe Bike) যা অন্যান্য বাইকের থেকে এই বাইকটিকে আলাদা করে তুলেছে।
ঘন্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে চলতে পারা এই বাইকটি ইতিমধ্যে বেশ প্রশংসিত। চার ঘন্টা ফুল চার্জ দিলে বাইকটি চলতে পারে ৬০ কিলোমিটার অব্দি। এর দাম রাখা হয়েছে মাত্র ১.৩০ লক্ষ টাকা। ভোপাল এর ইম্পেরিয়াল সোসাইটি অফ ইনোভেটিভ ইঞ্জিনিয়ারস্ এর একটি প্রতিযোগিতায় ৭০ টি দলের মধ্যে থেকে দুটি পুরস্কার জিতে নিয়েছে এই বাইকটি (Safe Bike)।
তাহলে আর চিন্তা কিসের সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন।