Snake Free State in India: সাপ হোক বা কুকুর! একমাত্র ভারতের এই এলাকায় নেই কোনো অস্ত্বিত্ব

Prosun Kanti Das

Published on:

This State in India has been declared as Snake Free State: গ্রাম্য এলাকার মানুষ সাপকে এড়িয়ে চলতে পারলেও, শহুরে এলাকার মানুষ সাপকে একটু ভয় পেয়েই চলে। কারণ, সাপের বিষ দাঁত। সাপের কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। ভারতের প্রতিটা অংশে, আপনার আমার বাড়ির আশপাশেও সাপ ঘোরাফেরা করতে দেখাই যায়। তা সে বিষযুক্ত হোক বা বিষহীন। কিন্তু ভারতেই এমন একটি রাজ্য (Snake Free State in India) রয়েছে, যেখানে নেই একটিও সাপ। সাপ নামক প্রাণীটির কোন অস্তিত্বই নেই সেই রাজ্যে। জানেন সেই রাজ্যটির নাম?

৩৫০টিরও বেশি প্রজাতির সাপ সারা ভারতবর্ষে দেখতে পাওয়া যায়। কিন্তু সব জায়গায় সাপের পরিমাণ সমান নয়। কোন রাজ্যে সাপের সংখ্যা অনেক বেশি, তো কোন রাজ্যে খুবই কম। সবথেকে বেশি সাপের কামড়ে মৃত্যু হয় পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ইত্যাদি রাজ্যে। আবার অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা ইত্যাদি রাজ্যগুলিতে সাপের প্রকোপ খুবই কম আবার এমন একটি রাজ্যও (Snake Free State in India) আছে যেটি সাপের অস্তিত্বহীন।

আরও পড়ুন ? World’s Largest Snake Video: টায়ারের মতো মোটা, ২৬ ফুট লম্বা, দেখা মিলল বিশ্বের সবচেয়ে বড় সাপের

ভারতের যত প্রকারের সাপ পাওয়া যায় তার মধ্যে বেশিরভাগই বেশি কিন্তু বিষহীণ। তবু সাপ নামটা শুনলেই মানুষের মনে একটা ভয় কাজ করে। সাপ সংক্রান্ত যথার্থ সচেতনতার অভাবে মানুষের মনে এই ভয় সৃষ্টি হয়। তবে আপনি যদি সাপের থেকে দূরে থাকতে চান, তাহলে এই রাজ্য গিয়ে বসবাস করতেই পারেন। বিষযুক্ত বা বিষহীন কোন প্রকারের সাপেরই কোন অস্তিত্ব নেই এই রাজ্যে। তাই একে সাপ মুক্ত রাজ্য (Snake Free State in India) বলেও অভিহিত করে থাকেন অনেকে।

জায়গাটির নাম লাক্ষাদ্বীপ। ভারতের সাপমুক্ত রাজ্য (Snake Free State in India) হিসেবে ঘোষণা করা হয়েছে লাক্ষাদ্বীপকে। লাক্ষাদ্বীপ মূলত একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ৬৪ হাজার জনসংখ্যা বিশিষ্ট এই অঞ্চলের মানুষ সাপকে ভয় পায় না। কারণ, এখানে একটিও সাপের অস্তিত্ব নেই। লাক্ষাদ্বীপের ৩৬ টি দ্বীপের মধ্যে মাত্র ১০ টি দ্বীপ মানুষের বসবাসের যোগ্য। এই এলাকাটিকে সাপ মুক্ত করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে লাক্ষাদ্বীপের প্রশাসন।

লাক্ষাদ্বীপের মানুষের বসবাসযোগ্য ১০ টি দ্বীপ হলো আন্দোহ, কালাপানি, মিনিকর, বিত্রা, আগত্তি, আমিনি, কদমত, কিলাতন, কাভারত্তি ও চেতলাট। এই ১০ টি দ্বীপের একটিতেও একটি সাপও নেই। তবে শুধুমাত্র সাপ নয়, নেই কোন কুকুরও। এমনকি পর্যটকদেরও কুকুর নিয়ে এই দ্বীপে যেতে দেওয়া হয় না। লাক্ষাদ্বীপ শুধু সাপ মুক্ত নয়, জলাতঙ্ক মুক্ত রাজ্যও (Snake Free State in India) বটে। সাপ এবং কুকুর না থাকার কারণে জীব-বৈচিত্র্য কিন্তু খুব একটা খারাপ নয়। কারণ, এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি এবং বেশ কিছু জলজ প্রাণী।