Teacher Lost His Job: কপাল খারাপ হলে যা হয় আর-কী! ঘরের কাছে স্কুল চাইতে গিয়েই এবার চাকরি গেল এই শিক্ষকের

Antara Nag

Published on:

Advertisements

This teacher lost his job while looking for a school near his home: কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে চাকরি হারা হয়েছেন বহু শিক্ষক। পছন্দমত চাকরি করতে চাওয়াই কি শেষ পর্যন্ত কাল হয়েছে এদের? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোন রহস্য? যোগ্যতার সঙ্গে খেটেই পেয়েছিলেন এই চাকরি তবুও আজকে তিনি চাকরিহারা। এসএসসির টিচার রিক্রুটমেন্ট এ দেখা দিয়েছে এক নয়া চমক (Teacher Lost His Job)। সোমবার বহু শিক্ষকের চাকরি গেছে হাইকোর্টের নির্দেশে।

Advertisements

যাদের চাকরি হারিয়েছে তারা বেশিরভাগই খেটে, পড়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন। তবু কেন এদের এই সমস্যার সম্মুখীন হতে হল? কলকাতা হাইকোর্ট এর এই নির্দেশে রাতারাতি কষ্টের প্রাপ্তি সরকারি চাকরি হারিয়ে মাথায় হাত অধিকাংশ শিক্ষকের । গত সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের প্যানেল বাতিল করেছে।

Advertisements

প্যানেলটি বাতিল করার ফলে চাকরি চলে গেছে ২৫ হাজার ৭৫৩ জনের (Teacher Lost His Job)। এত জন শিক্ষকের মধ্যে ৫ হাজারেরও বেশি ছিল অযোগ্য শিক্ষক। সিবিআই দাবি করেছে এদের নিয়োগ চূড়ান্তভাবে বেআইনি। তার প্রমাণও পাওয়া গেছে সব রকম ভাবে। সেই নির্দেশে চাকরি গিয়েছে ১৯ হাজার যোগ্যদের। ধর্মতলায় তারাই আন্দোলন করা শুরু করেছে।

Advertisements

আরও পড়ুন ? 2016 SSC Scam: এক-দু’রকম নয়, এই ১২ রকমভাবে হয়েছিল নিয়োগে বেনিয়ম! দেখিয়ে দিল আদালত

কল্যাণী থেকে এসেছেন এক শিক্ষক। তিনি ২০১১ সালে এসএসসি (Teacher Lost His Job) দিয়ে চাকরি পেয়েছিলেন। তবে তার স্কুল ছিল বাড়ি থেকে দেড়শ কিলোমিটার দূরে। বহুবার আবেদন করার পরও বদলির কোনরকম চেষ্টা করা হয়নি।

অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ২০১৬ সালে ফের এসএসসি পরীক্ষা দেবেন এবং তাতেও পাশ করেন তিনি। দশ বছর চাকরি করার পরও তিনি আজকে চাকরি হারিয়েছেন এই রায়ের জন্য। আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগই দেওয়া হয়নি। যারা যোগ্য প্রার্থী তারা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।

Advertisements