তারিখ পে তারিখ নয়, ঠিক এই দিন থেকে দ্বিতীয় বন্দে ভারত পাচ্ছে বাংলা

Antara Nag

Published on:

Advertisements

দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চলে ভারতের বিভিন্ন অংশে৷ এবার সেই তালিকায় নাম উঠেছে পশ্চিম বঙ্গেরও (West Bengal)৷ শীঘ্রই নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) ও গুয়াহাটির (Gauhati) মধ্যে চালু হতে চলেছে আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)৷ সেই নিয়ে উচ্ছ্বসিত জলপাইগুড়ির সাংসদ বিজেপির জয়ন্তকুমার রায় (BJP MP Jayanta Kumar Roy) ৷

Advertisements

জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় জানিয়েছেন, রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু হতে চলেছে শীঘ্রই। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ট্রেনটি চালু হবে। এর আগে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। এবার এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। তিনি দাবি করেছেন, সবার প্রথমে তিনিই রাজ্যে দু’টি বন্দেভারত এক্সপ্রেস চালুর বিষয়ে সংসদে ও রেলমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন।

Advertisements

জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় আরো জানিয়েছেন, সেই ট্রেনের স্টপেজ যেন জলপাইগুড়ি রোড স্টেশনে দেওয়া হয়, এই দাবি জানিয়েও তিনি রেলমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। জয়ন্তবাবু দিল্লিতে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে লিখিত আকারে নিজের দাবির কথা জানিয়েছেন।

Advertisements

তিনি আশা করছেন তার আবেদন নিশ্চয় মঞ্জুর হবে এবং জলপাইগুড়ি রোড স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস স্টপেজ পাবে। এদিকে সম্প্রতি জলপাইগুড়ি রোড স্টেশন পরিদর্শনে এসে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা জানিয়েছিলেন, বন্দে ভারত এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত চালানোর জন্য তারা প্রস্তুত। এদিকে জানা গিয়েছে, আগামী ১৪ এপ্রিল গুয়াহাটি যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই এই বন্দে ভারতের উদ্বোধন হতে পারে বলে জানা গিয়েছে। তবে প্রধানমন্ত্রীর দফতর বা রেল মন্ত্রকের থেকে এখনও এই নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।

রেল সূত্রে আরও জানা গিয়েছে, এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের প্রাথমিক সময়সূচি এবং স্টপও ঠিক করেছে রেল। ট্রেন এনজেপি থেকে সকালে ছেড়ে গুয়াহাটি পৌঁছবে দুপুরে এবং গুয়াহাটি থেকে বিকেলের আগে ছেড়ে এনজেপি (NJP) পৌঁছবে রাতে। এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত ট্রেনে গন্তব্যের মাঝে দু’টি স্টপ থাকতে পারে। রেলের দাবি, বন্দে ভারতের মতো ট্রেনের রক্ষণাবেক্ষণ এবং চালানোর পরিকাঠামো এনজেপি এবং গুয়াহাটি স্টেশনের রয়েছে।

Advertisements