Wonder woman: দুই হাতে দুটি চক, একবারও পিছন ফিরে না তাকিয়ে এঁকে ফেললেন হনুমানজির ছবি

Prosun Kanti Das

Published on:

A woman drew Hanumanji within seconds without looking: পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যাদের সুপ্ত প্রতিভা থাকা সত্ত্বেও সেই প্রতিভার বিকাশ ঘটাতে পারে না। তবে সাম্প্রতিক সময়ে সেই সুযোগ করে দিয়েছে সোশ্যাল মিডিয়া (Social Media)। যে মাধ্যমে ইন্টারনেটের দৌলতে বাচ্চা থেকে বুড়ো সকলেই তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারছেন। সকলের সামনে নিজেকে মেলে ধরতে পারছেন। উদাহরণস্বরূপ বলা যায় ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর (Bhuban Badyakar), রানাঘাট স্টেশনে থাকা রানু মন্ডল (Ranu Mondal) সহ অনেকেই। সাম্প্রতিক সেরকমই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এক মহিলার (Wonder woman) অসাধারণ কর্মদক্ষতা। যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় এক মহিলার দুই হাতে রয়েছে দুটি চক। পিছনে রয়েছে একটি কালো রঙের ব্ল্যাকবোর্ড। ওই মহিলাকে দুই হাতে দুই চক নিয়ে কালো রঙের ব্ল্যাক বোর্ডে হনুমানজির ছবি আঁকতে দেখা গিয়েছে। ভাবছেন এটা আবার কি অবাক করা বিষয় হলো? এই ভিডিওটিতে অবাক করা বিষয় হলো মহিলাটি (wonder woman) ব্ল্যাকবোর্ডের দিকে না তাকিয়ে পিছন ঘুরে দুহাতে চক নিয়ে হনুমানজির ওই ছবি এঁকেছেন।

ভিডিওটিতে একবারের জন্যও ওই মহিলা ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরে তাকায়নি। না তাকিয়ে বজরংবলীর ওই ছবি এঁকে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন ওই মহিলা। যা দেখে চক্ষু চড়কগাছ নেটজনতার। ইতিমধ্যে লাখো লাখো মানুষ পছন্দ করেছেন এই ভিডিও। ভিডিওর কমেন্ট বক্সে উঠে এসেছে হাজার হাজার নেটজনতার প্রতিক্রিয়া।

সোশ্যাল মিডিয়ার instagram প্ল্যাটফর্মে ‘পুনম আর্ট অ্যাকাডেমি’ নামক পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই পেজটি দেখে মনে হচ্ছে যেন ওই মহিলার অফিসিয়াল অ্যাকাউন্ট এটি। শুধু এই ভিডিওই নয়, ওই মহিলার ইনস্টা পেজ থেকে মাঝেমধ্যে নানান ভিডিও উঠে আসে। এই পেজের ডেসক্রিপশনে লেখা রয়েছে ‘Art in the my life’। এর পাশাপাশি ইউটিউব অ্যাকাউন্টও রয়েছে ওই মহিলার যেখানে তার সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে 300K+।

সাম্প্রতিক নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ওই মহিলার এই কয়েক সেকেন্ডের ভিডিও রীতিমতো অবাক করে দিয়েছে নেট নাগরিককে। ভিডিওটি পছন্দ করেছেন প্রায় লাখ লাখ মানুষ। তার সাথে ভিডিওর কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছেন, এই ধরনের মানুষদের আরো বেশি করে প্রচার প্রয়োজন। সত্যি ভারতের প্রতিটা প্রান্তে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে রয়েছে। আবার কোনো নেটিজেন ওই মহিলার (wonder woman) কারুকার্যের প্রশংসা করে লিখেছেন, তার শিল্পকলাকে তিনি স্যালুট জানায়। ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে চট করে দেখে আসুন।