কম খরচে দেশের সেরা ৩টি ইলেকট্রিক স্কুটার

নিজস্ব প্রতিবেদন : পরিবেশ দূষণ এবং দিন দিন জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার দিকে তাকিয়ে প্রতিনিয়ত চাহিদা বাড়ছে ইলেকট্রিক যানবাহনের। ইলেকট্রিক এই যানবাহনের চাহিদার তালিকায় স্বাভাবিকভাবেই সবার উপরে টু হুইলার। বহু ক্ষেত্রেই এই সকল ইলেকট্রিক টু হুইলারের দাম অনেক বেশি হওয়ার কারণে অনেকেই তা কিনতে পারছেন না বা কেনার ঝুঁকি নিচ্ছেন না।

তবে আগামী দিন দেশে যা পরিস্থিতি আসছে তাতে প্রতিটি নাগরিককে এই ইলেকট্রিক টু হুইলারের দিকে ঝুঁকতে হবে বলে মনে করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই নানান ধরনের ইলেকট্রিক টু হুইলার বাজারে এসেছে অথবা আসতে চলেছে। এই সকল ইলেক্ট্রিক two-wheeler এর মধ্যে ৪০ হাজারের নিচে রয়েছে দেশের সেরা ৩টি ইলেকট্রিক স্কুটার।

১) ইলেকট্রিক ভেহিকেল প্রস্তুতকারী স্টার্টআপ সংস্থা বাউন্স নতুন একটি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে, যার নাম হল ইনফিনিটি। এই ইলেকট্রিক স্কুটারটি দুইভাবে গ্রাহকরা কিনতে পারেন। ব্যাটারি সহ অথবা ব্যাটারি ছাড়া। ব্যাটারি সহ এই ইলেকট্রিক স্কুটারটির দাম পড়বে ৬৮,৯৯৯ টাকা। কিন্তু ব্যাটারি ছাড়া কোনো গ্রাহক এই ইলেকট্রিক স্কুটার নিলে তার দাম পড়বে ৩৬,০০০ টাকা। এই ইলেকট্রিক স্কুটারটি একবার চার্জ দিলে ৮৫ কিলোমিটার যেতে সক্ষম।

২) ইভোলেট পনি নামক একটি ইলেকট্রিক ভেহিকেল প্রস্তুতকারী সংস্থা দুটি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে। এই দুটি ইলেকট্রিক স্কুটার হলো পনি ইজেড এবং পনি ক্লাসিক। এই দুটি ইলেকট্রিক স্কুটার একবার চার্জ দিলে ৮০ থেকে ১২০ কিলোমিটার যেতে সক্ষম। পনি ইজেড ইলেকট্রিক স্কুটারটির দিম ৩৯,৫৪১ টাকা এবং পনি ক্লাসিক ই-স্কুটির দাম মাত্র ৪৯,৫৯২ টাকা। এই দুটি ইলেকট্রিক স্কুটার ঘন্টায় ২৫ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে।

৩) চমকপ্রদ আরও একটি ইলেকট্রিক স্কুটার হলো অ্যাম্পিয়ার রিও লাইট। এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ইলেকট্রিক স্কুটারের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। একবার চার্জ দিলে এই ইলেকট্রিক স্কুটার দুটি ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। এই ইলেকট্রিক স্কুটার দুটি ঘন্টায় ২৫ কিলোমিটার স্পিড দিতে সক্ষম। এই দুটি ইলেকট্রিক স্কুটারের দাম যথাক্রমে ৪৩,০০০ টাকা এবং ৫৯,৯৮৭ টাকা।