সামনেই টানা ৩ দিন ছুটি! ঘুরতে যাওয়ার মোক্ষম সুযোগ সরকারি কর্মচারীদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সরকারি কর্মচারীরা (West Bengal Government Employees) দফায় দফায় টানা ছুটি পেয়েছিলেন। তবে দফায় দফায় টানা ছুটি পেয়েও অনেকেরই ঘুরতে যাব যাব করে আর ঘুরতে যাওয়া হয়নি। ঘুরতে যাওয়া হয়নি পুজো সহ বিভিন্ন কাজের কারণে। আবার অনেকেই প্ল্যান করেছিলেন শীতের সময় ঘুরতে যাবেন।

Advertisements

ইতিমধ্যেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়েছে। মাঝে মাঝে আবহাওয়ার খামখেয়ালিপনায় তাপমাত্রার পারদ কখনো কখনো ওঠানামা করছে। তবে তাপমাত্রার পারদ ওঠানামা করলেও ঘুরতে যাওয়ার জন্য উপযুক্ত পরিস্থিতি রয়েছে রাজ্যের বাসিন্দাদের কাছে। বিশেষ করে বছর শেষ এবং নববর্ষের সময় যখন সরকারি কর্মচারীরা টানা তিন দিন ছুটি পাচ্ছেন তখন ঘুরতে যাওয়ার প্ল্যান নিয়ে কোন কথা হবে না।

Advertisements

ইতিমধ্যেই টানা তিন দিন ছুটি দেখে বহু সরকারি কর্মচারী কাছেপিঠের বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলেছেন। অল্প সময়ের জন্য যে সকল জায়গা ঘুরতে যাওয়ার জন্য রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হলো দীঘা, মন্দারমনি ইত্যাদি। শীতের সময় দীঘা মন্দারমনি ছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদার বহু জায়গা রয়েছে যেগুলিতে ঘুরে আসা যেতে পারে।

Advertisements

আরও পড়ুন ? এবার সরস্বতী পুজোয় টানা দু’দিন ছুটি, দেখে নিন কোন কোন দিন বন্ধ থাকবে স্কুল

শীতের মরশুমে সবচেয়ে বেশি পর্যটকদের ভিড় দেখা যায় বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে। যেখানে জলাভূমি থেকে শুরু করে পাহাড় সহ বিভিন্ন ঐতিহাসিক জায়গা ঘুরে দেখার সুযোগ রয়েছে। আবার এই সকল জায়গা খুব বেশিদিন কাটানোর জন্যও আহামরি কিছু নয়। এক্ষেত্রে সামনেই যখন তিন দিন টানা ছুটি পাওয়া যাচ্ছে তখন ছোট্ট প্ল্যান করে অনায়াসে ঘুরে আসা যেতে পারে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত টানা ছুটি পাবেন। ৩০ ডিসেম্বর পড়েছে শনিবার, যেদিন সরকারি অফিস কাছারি সব বন্ধ থাকে। ৩১ ডিসেম্বর পড়েছে রবিবার। অন্যদিকে ১ জানুয়ারি এবার পড়েছে সোমবার। ১ জানুয়ারি ইংরাজি নববর্ষ উপলক্ষে জাতীয় ছুটি। যে কারণে শনি থেকে সোমবার পর্যন্ত টানা তিন দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

Advertisements