এবার সরস্বতী পুজোয় টানা দু’দিন ছুটি, দেখে নিন কোন কোন দিন বন্ধ থাকবে স্কুল

নিজস্ব প্রতিবেদন : আগামী শিক্ষাবর্ষে কোন কোন দিন স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি (School Holiday List 2024) থাকবে সেই তালিকা আগেই প্রকাশ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। ২০২৪ অ্যাকাডেমিক ক্যালেন্ডার থেকে জানা যাচ্ছে, এবারের সরস্বতী পুজোয় মধ্যশিক্ষা পর্ষদ টানা দুদিন ছুটি দিয়েছে। সরস্বতী পুজোয় টানা দুদিন ছুটি দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই আনন্দ ধরে রাখা যাচ্ছে না পড়ুয়াদের মধ্যে।

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় দেখা যাচ্ছে ২০২৪ শিক্ষাবর্ষে মোট ৬৫ দিন ছুটি পাবেন স্কুল শিক্ষক থেকে পড়ুয়ারা। এই ছুটি পাবে মধ্যশিক্ষা পর্ষদের আওতাধীন স্কুলগুলি। ৬৫ দিনের মধ্যে ২৫ দিন রয়েছে পুজোর ছুটি। গরমের ছুটির জন্য ধার্য করা হয়েছে ১০ দিন। অন্যদিকে সরস্বতী পুজোয় দুদিন ছুটির পাশাপাশি দোলযাত্রাতেও দুদিন ছুটি দেওয়া হয়েছে।

পুরো ছুটির তালিকার দিকে নজর রাখলে দেখা যাবে, এবার সরস্বতী পুজো পড়েছে ১৪ ফেব্রুয়ারি। সরস্বতী পুজোর দিন এমনিতেই ছুটি থাকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান। ঐদিন ছুটির পাশাপাশি আগের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারিও ছুটি রাখা হয়েছে। অন্যদিকে দোলযাত্রা এবার পড়েছে ২৫ মার্চ। ২৫ মার্চ সোমবার হওয়ার কারণে তার আগের দিন রবিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটি থাকবে। এরপর ২৫ মার্চ সোমবার এবং ২৬ মার্চ হোলি উপলক্ষে পরপর দুদিন ছুটি।

আরও পড়ুন 👉 দেবী সরস্বতীকে সন্তুষ্ট করার মোক্ষম উপায়, ভোগে রাখুন এই ৬টি জিনিষ

২০২৪ শিক্ষাবর্ষে গরমের ছুটি পড়বে মে মাসে। মে মাসে যে ১০ দিন ছুটির ঘোষণা করা হয়েছে সেই ১০ দিন রবিবার ছাড়া। গরমের ছুটি এবার শুরু হবে ৯ মে। গরমের ছুটির পর ফের স্কুল শুরু হবে ২১ মে। অর্থাৎ পড়ুয়ারা এবং শিক্ষক শিক্ষিকারা গরমের ছুটির জন্য ২০ মে পর্যন্ত ছুটি পাচ্ছেন। অন্যান্য বছরের মত এই বছরও লম্বা পুজোর ছুটি থাকছে স্কুল পড়ুয়া এবং শিক্ষকদের।

এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে পুজোর ছুটির যে সূচি দেওয়া হয়েছে সেই সূচি অনুযায়ী ৭ অক্টোবর থেকে শুরু হবে পুজোর ছুটি এবং তা শেষ হবে ৪ নভেম্বর। স্কুল পড়ুয়ারা এবং শিক্ষক-শিক্ষিকারা পুজোয় টানা ২৫ দিন ছুটি পেলেও অন্যান্য সরকারি কর্মচারীরা টানা ১৬ দিন ছুটি পাবেন।