নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবাকে ভারতীয় নাগরিকদের গণপরিবহনের লাইফ লাইন বলা হয়। আসলে ভারতীয় রেল (Indian Railways) দেশের প্রায় ২ কোটি মানুষকে প্রতিদিন তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে সাহায্য করে থাকে। এমন একটি গুরুত্বপূর্ণ পরিষেবায় এবার নতুন তিনটি ট্রেন (New Trains For WB) বাংলার বুকে চলতে পারে বলেই আশা করা হচ্ছে।
দিন কয়েক আগেই কেন্দ্র সরকার লোকসভা ভোটের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে। যে বাজেটে কলকাতা মেট্রো প্রজেক্টের জন্য বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ করা হলেও কিন্তু বাংলার রেল পরিষেবার জন্য তেমন কোনো ঘোষণা হয়নি। এমন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের মধ্যে প্রশ্ন, তাহলে কি বাংলা আর নতুন কোন ট্রেন বা প্রজেক্ট পাবেনা? এসবের মধ্যেই সাংসদের পদক্ষেপে নতুন করে আশার আলো দেখা শুরু হলো বাসিন্দাদের।
বাজেট এবং রেল নিয়ে যখন দেশজুড়ে নানান আলোচনা চলছে, যখন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষেরা নতুন নতুন ট্রেনের দাবি তুলছেন সেই সময় মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু শুক্রবার রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন। শুধু দেখা করায় নয়, এর পাশাপাশি তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে একটি তালিকা তুলে ধরেন। যে তালিকায় উল্লেখ রয়েছে কোন কোন এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে কোন কোন রুটে নতুন ট্রেনের প্রয়োজন। মূলত তিনটি ট্রেনের দাবি তিনি তুলেছেন। আর সেই তিনটি ট্রেনের দাবির পরিপ্রেক্ষিতে আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন ? Kolkata Metro: কলকাতার ৩টি মেট্রো স্টেশন নিয়ে আর থাকবে না কাউন্টার, তাহলে এবার টিকিট কাটবেন কীভাবে?
সাংসদ খগেন মুর্মু যে তিনটি রুটে ট্রেনের দাবি করেছেন সেই তিনটি রুটের মধ্যে একটি হল মালদার সিংহাবাদ থেকে নিউ জলপাইগুড়ি। মালদার ওই এলাকার বহু পর্যটক নিউ জলপাইগুড়ি যাওয়ার পাশাপাশি প্রচুর মানুষ রয়েছেন যারা কাজের জন্য নিউ জলপাইগুড়ি যান। কিন্তু সিংহাবাদ থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার কোন ট্রেন না থাকার কারণে তাদের মালদা টাউন এসে ট্রেন ধরতে হয়। যে কারণে এই রুটে নতুন ট্রেনের দাবি তুলেছেন তিনি।
এর পাশাপাশি তিনি দিল্লি যাওয়ার জন্য নতুন একটি সুপারফাস্ট ট্রেনের প্রয়োজন বলে জানিয়েছেন। ফারাক্কা এক্সপ্রেস ছাড়া মালদা, মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী এলাকার মানুষদের দিল্লি যাওয়ার আর ট্রেন নেই। পাশাপাশি আশেপাশে কোন বিমানবন্দরও নেই। যে কারণে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য সুপারফাস্ট ট্রেনের প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। এছাড়াও সুরাত যাওয়ার জন্য কোন ট্রেন না থাকার কারণে তিনি মালদা কোর্ট স্টেশন থেকে একটি নতুন ট্রেনের দাবি তুলেছেন।