নিউজিল্যান্ড নয়, এই ৩ কারণ বাবরদের তুলে দিতে পারে সেমিতে! সামনা হতে পারে ভারতের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এই মুহূর্তে সবচেয়ে জমজমাট অবস্থায় ক্রিকেট বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023)। বিশ্বকাপ এবার মূলত জমজমাট হয়ে দাঁড়িয়েছে চতুর্থ দল হিসাবে কে সেমিফাইনালে উঠবে তা নিয়েই। টিম ইন্ডিয়া ইতিমধ্যেই সবকটি ম্যাচে জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনালে টিকিট পাকা করে নিয়েছে। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াও তাদের টিকিট পাকা করেছে সেমির। এখন প্রশ্ন হল চতুর্থ দেশ হিসাবে কে সেমিতে উঠবে? কোন দল মুখোমুখি হবে ভারতের।

Advertisements

সেমিফাইনালে চতুর্থ দল হিসাবে প্রবেশ করার ক্ষেত্রে এখন লড়াই চলছে তিন দেশের। নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান। তিন দেশের মধ্যে লড়াই চললেও আফগানিস্তানের সেমিফাইনালে টিকিট পাকা করা অনেক কঠিন। এদিকে আবার একই পয়েন্ট নিয়ে তিনটি দেশ থাকলেও রান রেটের হিসাবে বেশি থাকায় নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে। কিন্তু এর পরের ম্যাচগুলি হবে এই তিন দলের মূল টার্নিং পয়েন্ট। আর সেই টার্নিং পয়েন্টে ৩ কারণে নিউজিল্যান্ডকে পিছনে ফেলে পাকিস্তান উঠে যেতে পারে সেমিতে।

Advertisements

নিউজিল্যান্ডের এই মুহূর্তে ৮ পয়েন্ট এবং +০.৩৯৮ রান রেট রয়েছে। পাকিস্তানের রয়েছে ৮ পয়েন্ট এবং +০.০৩৬ রান রেট। এই দুই দলের ভাগ্য নির্ধারণ হবে ১১ নভেম্বর। তবে আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে নিউজিল্যান্ড এবং পরে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে পাকিস্তান। এই ম্যাচে যে দল হারবে তাকে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। আবার যদি দুই দলই তাহলে রান রেটের ভিত্তিতে যে এগিয়ে থাকবে সে সেমিফাইনালে টিকিট পাকা করবে।

Advertisements

১) ৯ নভেম্বর প্রথম খেলা রয়েছে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার। এক্ষেত্রে বাবররা বাড়তি সুযোগ পাচ্ছেন তাদের রণনীতি ঠিক করার। কেননা ওই ম্যাচে নিউজিল্যান্ড কেমন শুরু করছে তার ওপর ভিত্তি করে দ্বিতীয় ম্যাচে নিজেদের আপ্রাণ চেষ্টা চালানোর সুযোগ রয়েছে পাকিস্তানের।

২) পাকিস্তানের কাছে দ্বিতীয় বড় সুযোগ হিসাবে ধরে নেওয়া হচ্ছে এশিয়া মহাদেশ। কেননা এবারের বিশ্বকাপ হচ্ছে ভারতে। সেক্ষেত্রে তাদের আবহাওয়া থেকে শুরু করে এশিয়ার পিচ সংক্রান্ত অনেক অ্যাডভান্টেজ রয়েছে যা নিউজিল্যান্ডের কাছে নেই। সুতরাং ম্যাচে জয়লাভ করা এবং রান রেট বাড়িয়ে তোলার ক্ষেত্রে পাকিস্তান নিউজিল্যান্ডের থেকে মানসিকভাবে অনেক এগিয়ে।

৩) এখন যদি দুই দেশের খেলা শেষে দুই দেশেরই পয়েন্ট এবং রান রেট এক হয়ে যায় সেক্ষেত্রেও নিউজিল্যান্ডকে বিদায় নিতে হবে। কেননা টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এই ধরনের পরিস্থিতি তৈরি হলে হেড টু হেড রেকর্ডের দিকে নজর রাখা হয়। সেই দিকে নজর রাখলে পাকিস্তান যেহেতু গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়েছিল তাই তারাই সেমিফাইনালের টিকিট পাকা করবে।

Advertisements