ট্রফি না পেলে কি হবে! অধিনায়ক হিসেবে এবার বিশ্বকাপে ৩টি নজির গড়লেন রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদন : ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup 2023) শেষ। হাতের কাছে এসেও ট্রফি হাতছাড়া হলো টিম ইন্ডিয়ার (Team India)। চ্যাম্পিয়ন হওয়ার হাত ছাড়া মিস হতেই খেলোয়াড়দের পাশাপাশি ১৪০ কোটি ভারতীয়র মন ভেঙে গিয়েছে। তবে মন খারাপ করে লাভ নেই, কেননা একবার এই ট্রফি মিস করা মানে অপেক্ষা করতে হবে আরও চার বছর। এসব নিয়েই এখন শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। তবে টিম ইন্ডিয়া ট্রফি মিস করলেও অধিনায়ক হিসেবে রোহিত শর্মা (Rohit Sharma) এবারের ক্রিকেট বিশ্বকাপে গড়ে ফেললেন তিনটি নজির।

রোহিত শর্মা ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে টানা ১০ ম্যাচে টিম ইন্ডিয়াকে জয় এনে দিয়েছেন। গোটা বিশ্বকাপেই ভালো পারফরম্যান্স দেখালেও শেষ ম্যাচে জয় হাসিল করতে না পাড়ায় স্বাভাবিকভাবেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। তবে তার মানে এই নয় যে তার অধিনায়কত্বে কোনরকম খামতি রয়েছে। কেননা তার একাধিক নজির বলে দিচ্ছে তার অধিনায়কত্ব এবং ব্যাটার হিসাবে পারফরম্যান্স।

১) ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে রোহিত শর্মা এখন একমাত্র অধিনায়ক যিনি একটি বিশ্বকাপে ৫৯৭ রান করেছেন। ৩ রানের জন্য ৬০০ না হলেও আর কোন অধিনায়ক নেই যার এই রেকর্ড রয়েছে। এর আগে এমন রেকর্ড ছিল নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের। তিনি ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে ৫৭৮ রান করেছিলেন।

২) অধিনায়কের কথা বাদ দিলেও রোহিত শর্মার ঝুলিতে এসেছে ব্যাটার হিসাবে আরও একটি রেকর্ড। সেই রেকর্ডটি হল একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড। এবারের ক্রিকেট বিশ্বকাপে রোহিত শর্মার ব্যাট থেকে ৩১ টি ছয় দেখা গিয়েছে। বিশ্বে আর কোন ব্যাটার রইলেন না যার ব্যাট থেকে একটি বিশ্বকাপে এত ছক্কা দেখা গিয়েছে।

৩) আন্তর্জাতিক এক দিবসীয় ক্রিকেটে কোন একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড এবার চলে এলো রোহিত শর্মার ঝুলিতে। এক্ষেত্রে তিনি পিছনে ফেলে দিয়েছেন ক্রিস গেইলের মতো তারকাকে। ক্রিস গেইলের ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৫ টি ছক্কা রয়েছে। অন্যদিকে রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৬ টি ছক্কা হাঁকিয়েছেন।