Thunderstorm yellow alert for south bengal: ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ৯ জেলায় হলুদ সর্তকতা

নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের তরফ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল, এবার সরস্বতী পুজোর সময় বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। রবিবার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তাতে ৪ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটাই জানানো হয়েছিল। তবে সোমবার সেই পূর্বাভাসে এলো বড় বদল। এবার জানিয়ে দেওয়া হলো, ৪ নয়, ৯ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে ওই ৯ জেলায় হলুদ সর্তকতা (Thunderstorm yellow alert for south bengal) জারি করেছে হাওয়া অফিস।

আবহাওয়ায় এমন পরিবর্তন আসার পিছনে রয়েছে উত্তরপ্রদেশে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত। যে ঘূর্ণাবর্ত্যের প্রভাবে মধ্য ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখা তৈরি হওয়ার কারণেই বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বিহার, ঝাড়খন্ডে। আর তারই প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। পরিস্থিতির দিকে নজর রেখে হাওয়া অফিসের তরফ থেকে সময়ের পরিপ্রেক্ষিতে আবহাওয়ার পূর্বাভাসে একাধিক বদল আনা হয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন 👉 South Bengal Rainfall Alert: জারি হলুদ সর্তকতা! দক্ষিণবঙ্গের এই ৪ জেলায় ঝেঁপে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

মঙ্গলবার দক্ষিণবঙ্গের মূলত ৪ জেলা এবং উত্তরবঙ্গে একটি জেলায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের যে চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। অন্যদিকে উত্তরবঙ্গের মালদাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টির পাশাপাশি বেশ কিছু সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে বলেও হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নেই।

১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃদ্ধি পাবে। ওই দিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। এর পাশাপাশি উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। একইভাবে ঐদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।