Weather Update South Bengal: মাঝে মাঝেই ছিটেফোঁটা বৃষ্টি, দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন দুয়েক আগেই দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির পাশাপাশি তাপমাত্রার পারদ অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছিল। তবে এরপর শনিবার থেকে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নমুখী দেখা যায়। এরই সঙ্গে সঙ্গে মাঝে মাঝেই ছিটেফোঁটা বৃষ্টির দেখাও মিলছে। এমন পরিস্থিতিতে চলুন দেখে নেওয়া যাক আগামী মঙ্গলবার পর্যন্ত কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update South Bengal)।

Advertisements

তখনই মেঘ, তখনই বৃষ্টি, দক্ষিণবঙ্গে এমন পরিস্থিতি তৈরি হয়েছে মূলত দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে তেলঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত থাকায়। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। আবার তেলঙ্গানাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এসবেরই প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আর সেই প্রভাবে আগামী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।

Advertisements

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে সম্ভাবনা দেখা দিয়েছে সেই সম্ভাবনা বাড়তে পারে মঙ্গলবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি। এমনিতে শনিবার ২৪ ফেব্রুয়ারি এমন পূর্বাভাস ছিল হাওয়া অফিসের তরফ থেকে। সেই মতো বেশ কিছু জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলেছে। তবে রবিবার এবং সোমবারের জন্য বজ্রবিদ্যুতের পূর্বাভাস না থাকলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।

Advertisements

আরও পড়ুন ? Weather Satellite by ISRO: ঝড়-বৃষ্টি থেকে ঘূর্ণিঝড়, দেশবাসীদের রক্ষা করবে ISRO, শনিবারই নেওয়া হলো বড় পদক্ষেপ

রবিবার বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ায়। ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে। তবে বৃষ্টির পরিমাণ একেবারেই সামান্য হবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।

অন্যদিকে ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার ফের একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঐদিন যে সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই জেলাগুলি হল মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া।

Advertisements