Holi Weather Update South Bengal: পিছু ছাড়ার নামগন্ধ নেই! ফের দোল-হোলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গের এইসব জেলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর দফায় দফায় যেভাবে ঝড় বৃষ্টির মুখোমুখি হয়েছে দক্ষিণবঙ্গ (South Bengal), তা সচরাচর খুব কম বছরই দেখা গিয়েছে। অন্ততপক্ষে আলিপুর হাওয়া অফিসের পূর্বের সব রেকর্ড থেকে এমনটাই জানা যাচ্ছে। আর এই ঝড় বৃষ্টির কারণে মার্চের শেষ লগ্নে এসেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনো হালকা শীতের আমেজ ও মনোরম পরিবেশ বজায় রয়েছে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে ঝড়-বৃষ্টি নিয়ে নতুন করে যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট দেখে মনে করা যেতেই পারে, আপাতত দক্ষিণবঙ্গের পিছু ছাড়ছে না ঝড় বৃষ্টি। কেননা চলতি সপ্তাহে দফায় দফায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পর ফের দোল ও হলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস (Holi Weather Update South Bengal)।

Advertisements

বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয়বাষ্প দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে প্রবেশ করার কারণে দোল ও হোলির দিন অর্থাৎ সোম ও মঙ্গলবার নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এমনিতেই নতুন করে জলীয়বাষ্প পরিমণ্ডলে প্রবেশ করার ফলে শনিবার থেকেই আদ্রতাজনিত অস্বস্তি বাড়তে শুরু করেছে। সোমবার থেকেই এই অস্বস্তি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে পরিণত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Advertisements

আরও পড়ুন ? Bank Closed on Dolyatra: দোলযাত্রা বা হোলির দিন কোথায় কোথায় খোলা থাকবে ব্যাঙ্ক, কোথায় কোথায় বন্ধ

রবিবার দক্ষিণবঙ্গের কোন জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে। তবে সোমবার অর্থাৎ দোলের দিন দক্ষিণবঙ্গের ৬ জেলা কাঁপাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। যে ৬ জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। জেলাগুলি হল মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। সোমবার রাজ্যের অন্যান্য জেলাগুলির জন্য কোন সতর্কতা নেই হাওয়া অফিসের।

তবে মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে। দক্ষিণবঙ্গের যে সকল জেলাগুলির জন্য এমন পূর্বাভাস দেওয়া হয়েছে সেগুলি হল বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী এবং নদীয়া। অর্থাৎ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির তাণ্ডব থেকে রক্ষা পাবে না দক্ষিণবঙ্গের কোন জেলায় বলে মনে করা হচ্ছে।

Advertisements