আবারও বাঘ! আতঙ্কে রাত জেগে পাহারায় বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদন : আবার বাঘের আতঙ্ক বীরভূমের মুরারই থানার বাঁশলৈ নদীর পাড়ের গ্রাম বলিয়া গ্রামে। বাঘের ভয় মানুষকে এতটাই পিছু ধাওয়া করছে যে এলাকার বাসিন্দারা রাতদিন জেগে পাহারায় নেমেছেন। ঘটনাস্থলে রয়েছে পুলিশও, রয়েছে বনদপ্তরের কর্মীরাও।

দিন কয়েক আগে একই ঘটনা ঘটেছিল বীরভূম ঝারখন্ড সীমান্ত এলাকায়। সেই ঘটনায় অজানা জন্তুর আক্রমণে কয়েকজন আহত হয়েছিলেন। তারপর থেকেই এলাকার বাসিন্দাদের মধ্যে ভীতি জন্মেছে বাঘের আক্রমণের। যদিও ঝাড়খন্ড বীরভূম সীমান্ত এলাকায় সেবারের ঘটনায় তিন তিনটি খাঁচা পেতেও দেখা মেলেনি বাঘের। আর এবারও এখনো পর্যন্ত কোনো রকম বাঘের দেখা পাওয়া যায়নি বলে দাবি বনদপ্তরের।

বনদপ্তর বীরভূমের এই সকল এলাকায় বাঘের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললেও স্থানীয়দের মধ্যে রয়েছে চরম আশঙ্কা উদ্দীপনা। তবে স্থানীয়দের অস্তিত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে সন্দেহ। গ্রামবাসীদের একাংশের দাবি, “লোকমুখে গতকাল রাতে বাঘের কথা জানতে পারি। তারপর থেকেই এলাকার বাসিন্দারা লাঠিসোটা নিয়ে, মশাল জ্বালিয়ে পাহারায় এসে পড়ে।”

স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, “লোকমুখে জানতে পেরেছি একটি পাখির মতো জন্তুর দেখা পাওয়া গিয়েছে। তবে সেটি বাঘ নাকি অন্যকিছু তা আমরা সঠিকভাবে বলতে পারবোনা, বনদপ্তরের কর্মীরা তা বলতে পারবেন।”

গ্রামের অনেকেই দাবি করেছেন, “তারা বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন।” যদিও কাদামাটিতে সেই পায়ের ছাপ কোন জন্তুর তা নিয়ে রয়েছে বিশদ সন্দেহ।