নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ঘর সাজাতে রাজ্যের শাসক দল তৃণমূল বুধবার পূর্ব মেদিনীপুরের জন্য নতুন কমিটি ঘোষণা করলো। জেলার এই নতুন কমিটিতে চেয়ারম্যান এবং সভাপতির পদ পেয়েছেন শিশির অধিকারী। কো-অর্ডিনেটর হয়েছেন অর্ধেন্দু মাইতি, অখিল গিরি ও আনন্দময় অধিকারী। অন্যদিকে মুখপাত্র হয়েছেন মধুরিমা মন্ডল। মূলত এদিন তৃণমূলের তরফ থেকে জেলা, ব্লক এবং যুব কমিটি গঠন করা হয়েছে।
এই নতুন কমিটিতে জেলার সহ-সভাপতি পদে বসেছেন ১৮ জন। অন্যদিকে সাধারণ সম্পাদক হয়েছেন ২১ জন এবং সম্পাদক হয়েছেন ৪ জন। পাশাপাশি কমিটিতে একজন কোষাধ্যক্ষ সহ রয়েছেন ৭ জন সদস্য। অন্যদিকে ৩০ টি ব্লক সভাপতি এবং সেই সকল ব্লকের দুজন করে সহ সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঘোষণা করা হয়েছে জেলার নতুন যুব কমিটির সদস্যদের নাম।
তবে এই নতুন কমিটিতে নেই রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম। যদিও এর আগের কমিটিতেও তার নাম ছিল না। তবে এই তৃণমূল নেতা দীর্ঘ কয়েক দিন ধরে যেভাবে নেতৃত্বের একাংশের উপর ক্ষোভ উগরে দিচ্ছেন তাতে রাজ্য রাজনীতিতে জল্পনার পারদ চড়ছে। আর এই পারদ চড়াকালীন কমিটিতে তার নাম না থাকায় বুধবার মেদিনীপুর জেলার নতুন কমিটির তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে কানাঘুষা।