100 days Job: টাকা নিয়ে চিন্তার দিন শেষ! মিলবে বছরে ৪০ হাজার টাকা, নয়া পথ দেখালেন মমতা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র হোক অথবা রাজ্য, প্রত্যেক সরকারের তরফ থেকে নাগরিকদের সুযোগ-সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন ব্যবস্থা চালু করা হয়ে থাকে। ঠিক সেই রকমই যাতে প্রত্যেকে রোজগারের পথ দেখতে পান সেই জন্য সরকারের তরফ থেকে বন্দোবস্ত করা হয়ে থাকে। সরকারের তরফ থেকে এইরকমই একটি প্রকল্প দীর্ঘদিন ধরেই চালানো হচ্ছে যার নাম হলো ১০০ দিনের কাজ (100 days Job)।

Advertisements

MGNREGA প্রকল্পের মধ্য দিয়েই দেশের নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের ১০০ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়ে থাকে। তবে ১০০ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হলেও কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজ্য সরকারগুলির অভিযোগ, ১০০ দিনের কাজের কথা বলা হলেও জব কার্ড হোল্ডাররা ১০০ দিনের কাজ পান না। আবার এই ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল সরকারের অভিযোগে অন্ত নেই।

Advertisements

এসবের মধ্যে এবার দেশজুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। যে লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে কেন্দ্র সরকারের ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে আর প্রধানমন্ত্রী বেছে নেওয়া হয়। এই নির্বাচনের জন্য দেশের প্রতিটি রাজনৈতিক দল নিজেদের প্রার্থী দেওয়ার পাশাপাশি ইস্তেহার প্রকাশ করার কাজ চালাচ্ছে। ঠিক সেই রকমই তৃণমূল তাদের ইস্তেহার প্রকাশ করে বছরে ৪০ হাজার টাকা গ্যারান্টি রোজগারের প্রতিশ্রুতি দিল দেশের নাগরিকদের।

Advertisements

আরও পড়ুন ? WB Maximum Temperature: দিল্লী, রাজস্থান ফেল! সর্বোচ্চ তাপমাত্রায় বলে বলে ১০ গোল দিল বাংলা

তৃণমূলের তরফ থেকে যে ইস্তেহার প্রকাশ করা হয়েছে তাতে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে, যদি ইন্ডিয়া সরকারে আসে তাহলে সরকারে আসার দিন থেকেই তারা তাদের প্রতিশ্রুতি পূরণের জন্য বদ্ধপরিকর হবে। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, দেশের সমস্ত জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে। এছাড়াও ১০০ দিনের কাজের ক্ষেত্রে যে দৈনিক মজুরি তা বাড়িয়ে করা হবে ৪০০ টাকা।

তৃণমূলের তরফ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী যদি ইন্ডিয়া জোট সরকার গঠন করে তাহলে দেশের প্রত্যেক জব কার্ড হোল্ডাররা গ্যারান্টি সহকারে বছরে ১০০ দিনের কাজ পাচ্ছেন আর প্রতিদিন ৪০০ টাকা করে মজুরি পাচ্ছেন। আর এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলেই বছরে ৪০ হাজার (১০০x৪০০) টাকার রোজগার নিয়ে কোন চিন্তা করতে হবে না দেশের নাগরিকদের।

Advertisements