WB Maximum Temperature: দিল্লী, রাজস্থান ফেল! সর্বোচ্চ তাপমাত্রায় বলে বলে ১০ গোল দিল বাংলা

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের (South Bengal) অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা গত কয়েকদিন ধরে তরতরিয়ে বাড়তে শুরু করেছে। এমনকি যেভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তাতে বলে বলে ১০ গোল দিচ্ছে দিল্লি ও রাজস্থানের মত রাজ্যগুলিকেও। এখন কেমন রয়েছে দিল্লি ও রাজস্থানের তাপমাত্রা তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন।

পয়লা বৈশাখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা (WB Maximum Temperature) চরচড়িয়ে বৃদ্ধি পাওয়ার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই পরিস্থিতি থেকে আপাতত মুক্তি নেই বলেও জানাচ্ছে হাওয়া অফিস। পরিস্থিতির কথা মাথায় রেখে হাওয়া অফিসের তরফ থেকে বাসিন্দাদের সতর্ক ভাবে থাকার কথা বলা হয়েছে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আগামী কয়েক দিনের আবহাওয়া নিয়ে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা বিশেষ করে পশ্চিমের জেলাগুলির পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ওই সকল জেলার তাপমাত্রা ৪৩ থেকে ৪৪ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে স্বাভাবিকভাবেই এখন দিল্লি, রাজস্থানের থেকে এগিয়ে গিয়েছে বাংলা।

আরও পড়ুন 👉 Heat Stroke Prevention: দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, শরীর সতেজ রাখতে পান করুন এই ৫ পানীয়

দেশের যে সকল রাজ্যের তীব্র গরম করতে দেখা যায় তার মধ্যে অন্যতম হলো দিল্লি, রাজস্থান, পশ্চিমবঙ্গ ইত্যাদি। এই বছর এখনো পর্যন্ত দিল্লি এবং রাজস্থানের সর্বোচ্চ তাপমাত্রা ৪০° ছোঁয়ার আগেই বাংলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার হয়ে গেল। যেখানে মঙ্গলবার দক্ষিণবঙ্গের আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি ছিল সেই জায়গায় ঐ দিনই রাজস্থানের জয়সলমেরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রির সামান্য বেশি।

আবার যদি দিল্লির সঙ্গে তুলনা করা হয় তাহলে গত মঙ্গলবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, আর সেই জায়গায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি বাদ দিলে কলকাতাতেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রায় মঙ্গলবার দিল্লির থেকে কলকাতা ৪ ডিগ্রির বেশি এগিয়ে ছিল বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।