‘লম্বা-চওড়া পদত্যাগ পত্র’, তৃণমূল থেকে ইস্তফা মিহির গোস্বামীর

নিজস্ব প্রতিবেদন : লম্বা-চওড়া পদত্যাগপত্র দিয়ে তৃণমূল থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। দলের প্রাথমিক পদ থেকে ইস্তফা দেওয়ার সময় মিহির গোস্বামী জানিয়েছেন, ‘আজ আমার অর্ধশতাব্দীর রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। এই বিবৃতির শুরুতেই এক ঝলক পেছনের দিকে তাকাতে চাই।’

দলের প্রাথমিক পদ থেকে ইস্তফা দেওয়ার সময় তিনি অভিযোগ করেছেন, ২২ বছর ধরে দলের একনিষ্ঠ কর্মী হয়েও বারংবার জেলায় অপমানিত হয়েছেন। ঘটনার কথা দলনেত্রীকে জানিয়েও কোনো পরিবর্তন হয়নি। এর পাশাপাশি তিনি এদিন দলের সাথে দীর্ঘ বছরের সম্পর্কের প্রসঙ্গ টেনে দলের বিরুদ্ধে এবং দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

মিহির গোস্বামী তার লম্বা চওড়া পদত্যাগপত্রে স্পষ্ট করে লিখেছেন, বারংবার জেলায় অপমানিত হওয়ার ঘটনায় রাজ্য নেতৃত্ব নীরব থেকেছেন। পাশাপাশি তাঁর অভিযোগ, এই ঘটনায় রাজ্য নেতৃত্ব প্রচ্ছন্ন মদত যুগিয়েছে বলেও। সমস্ত রকম সহ্যের সীমা অতিক্রম করার পরেও দলনেত্রীর নীরবতা নিয়ে তিনি অবাক হয়েছেন বলে জানিয়েছেন। দলের চালক সিটে দলনেত্রী নেই বলেও দাবি তাঁর।

প্রসঙ্গত, তৃণমূলের এই বৃহস্পতিবার তার দল ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন। এরপর কেবলমাত্র অপেক্ষা ছিল আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার। যার পরেই হঠাৎ শুক্রবার তাকে দিল্লিগামী হতে দেখা যায়। দিল্লিগামী হওয়ার সময় তার সাথে ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। আজই তিনি বিজেপিতে যোগ দিলেন।