Kanchan Mullick vs Kalyan Banerjee: বিয়েতে হ্যাটট্রিক কাঞ্চনকে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ! কেন এমনটা ঘটল

নিজস্ব প্রতিবেদন : দুমাস আগেই বিয়েতে হ্যাটট্রিক করেছেন টলি অভিনেতা তথা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। আর সেই কাঞ্চন মল্লিককেই বৃহস্পতিবার লোকসভার প্রচারে গিয়ে অপমানিত হতে হলো। প্রচারের গাড়ি থেকে তাকে নামিয়ে দিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এখন প্রশ্ন হল কেন এমন ঘটনা ঘটলো?

এদিন যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারের গাড়ি থেকে কাঞ্চন মল্লিককে নামিয়ে দেন তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, “আগেও তোমাকে আসতে বারণ করেছিলাম। গ্রামের দিকের প্রচারে তুমি প্লিজ এসো না। গ্রামের মহিলারা ভীষণ রিঅ্যাক্ট করছেন।” এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর সেই ভাইরাল ভিডিও দেখে রীতিমতো হাসির রোল পড়েছে নেট মাধ্যমে।

শুধু এখানেই শেষ নয়, এর পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিককে বলেন, “আমাকে তো ইলেকশনটা করতে হবে ভাই। আমাকে ইলেকশনটা করতে হবে। তোমাকে আগেও বলেছি, গ্রামের দিকে প্রচারে এসো না। গ্রামের মহিলারা ভীষণ রিঅ্যাক্ট করছেন। এসো না প্লিজ।” এই ঘটনা কাঞ্চন মল্লিকের জন্য অত্যন্ত অপমানজনক বলেই মনে করছেন নেটিজেনরা। তাহলে কি এই গ্রামের মহিলারা কাঞ্চন মল্লিক সম্পর্কে খারাপ ধারণা রয়েছে? অন্ততপক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে সেটাই স্পষ্ট। আর সেই কারণেই তিনি কাঞ্চন মল্লিককে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দেন এবং গ্রামের দিকে প্রচারে আসতে বারণ করেন।

আরও পড়ুন 👉 Kalyan Banerjee’s Viral Video: ‘আমাকে কী ভাবেন!’ আঙুল উঁচিয়ে মহিলা সাংবাদিককে ধমক, ভাইরাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কীর্তি

এই বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবেই জানিয়েছেন, কাঞ্চন মল্লিককে নিয়ে আগেও তিনি প্রচার করেছেন এবং গ্রামের মহিলারা তাকে নিয়ে ভীষণ রিয়াক্ট করছেন। তিনি তাকে গ্রামে প্রচারে আগেও আসতে বারণ করেছিলেন বলেও জানিয়েছেন। এর পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, উনি তো একজন বিধায়ক। চাইলে নিজেও প্রচার করতে পারেন। কিন্তু তা করেন না।

অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাঞ্চন মল্লিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবীকে নস্যাৎ করেছেন। গ্রামের মহিলারা রিঅ্যাক্ট করছেন এই বিষয়টিকে তিনি উড়িয়ে দিয়েছেন। এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন, “আমাকে নামিয়ে দেওয়া হয়নি। তবে ওই রকম কথাবার্তা বলা হয়েছে আর যখনই ওই রকম কথাবার্তা বলা হয় তখন আমি নিজেই গাড়ি থেকে নেমে যাই। দলের প্রচারে গিয়েছিলাম, দলীয় প্রার্থীর প্রচারে গিয়েছিলাম, যেতে হবে না বলেছেন, নেমে গিয়েছি।”