Washing Machine: নোংরা কাপড় হবে সাদা ধবধবে, ওয়াশিং মেশিনে ম্যাজিক দেখাতে মানুন এইসব নিয়ম

Prosun Kanti Das

Published on:

Advertisements

If you follow this rule, you can wash both white clothes and colored clothes in the washing machine: সাদা জামা কাপড়ের সাথে রঙিন জামা কাপড় ধুলে, সেই রঙিন জামা কাপড় থেকে রঙ উঠে সাদা জামার রং পাল্টে যায়। তাই আলাদা আলাদা ভাবে জামা কাপড় কাঁচতে হয়। কিন্তু এখন থেকে আর সাদা জামাকাপড় আলাদাভাবে ধোয়ার প্রয়োজন নেই। এইসব ঝক্কি ঝামেলার দিন শেষ। আপনি ওয়াশিং মেশিনেই (Washing Machine) সাদা পোশাক ও রঙিন পোশাক ধুয়ে নিতে পারেন, পোশাকের পরিচ্ছন্নতা সম্পূর্ণভাবে বজায় রেখেই। অবাক হচ্ছেন? চলুন আজ তাহলে আপনাদের সেই পদ্ধতিটিও শিখিয়ে দি।

Advertisements

আজকাল জামাকাপড় ধোবার জন্য প্রায় প্রত্যেক বাড়িতেই ওয়াশিং মেশিনের (Washing Machine) ব্যবহার করা হয়। কিন্তু মেশিনে জামাকাপড় ঠিকমতো পরিষ্কার হয় না বলে অভিযোগও করেন অনেকে। বিশেষ করে ছেলেদের শার্টের কলার পরিষ্কার না হওয়ার অভিযোগ সব থেকে বেশি। আবার অনেক সময় সাদা কাপড় ও রঙিন কাপড় একসাথে ধুলে রঙিন কাপড়ের রঙে সাদা কাপড় নষ্ট হয়ে যেতে পারে, তাই মেশিনে কাপড় কাঁচার বিষয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। কিন্তু জানেন কি! মাত্র কয়েকটি নিয়ম ঠিক মতো মেনে চললেই মেশিনে (Washing Machine) কাপড় কাঁচা অনেক সহজ হয়ে যাবে। আপনার ওয়াশিং মেশিনের কয়েকটি সেটিংস ঠিকমতো ব্যবহার করতে পারলেই, আপনি মেশিনেই সাদা কাপড় ঝকঝকে করে পরিষ্কার করে নিতে পারবেন।

Advertisements

ওয়াশিং মেশিনে (Washing Machine) সাদা কাপড় ধোবার সময় কয়েকটি জিনিস মাথায় রাখতে হয়। দু চামচ বেকিং সোডা আর দু চামচ সাদা ভিনেগারের মিশ্রণ বানিয়ে তা বালতিতে ঢেলে সেই মিশ্রনের মধ্যে সাদা জামা কাপড় গুলি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর পোষাকগুলিকে পরিষ্কার করে দেখুন খুব সহজেই জামায় লাগা দাগ তুলে ফেলতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? Rose Valley Refund Process: রোজভ্যালির চিট হওয়া টাকা ফেরত দিতে চালু হল ওয়েবসাইট, রইল আবেদন পদ্ধতি

জামায় লেগে থাকা দাগ পরিষ্কার করার আরও একটি সহজ উপায় হল, আপনার নিত্য দিনের ব্যবহৃত তরল ডিটারজেন্ট। ওয়াশিং মেশিনে (Washing Machine) কাপড় ধুতে দেবার আগে তরল ডিটারজেন্ট দিয়ে দাগ লাগা অংশ কিছুক্ষণ ঘষে নিন। ১০ থেকে ১৫ মিনিট সাবান পোশাকটির উপর রেখে দিন। এরপর দেখবেন হাত দিয়ে ঘষলেও খুব সহজেই জামার দাগ উঠে যাচ্ছে। জামা কাপড় ধুতে দেবার আগে মেশিনটি পরিষ্কার কিনা দেখে নিতে ভুলবেন না। কারণ, মেশিনের ময়লাও জামাকাপড়ের রং কে নষ্ট করে দিতে পারে।

ওয়াশিং মেশিনের দুটো মোড থাকে। একটি শক্তিশালী ও একটি স্বাভাবিক। সব সময় চেষ্টা করবেন সাদা পোশাক, দামি পোশাক, কিংবা নরম কোন পোশাক ওয়াশিং মেশিনের (Washing Machine) স্বাভাবিক মোডে ধোবার। এতে পোশাকের রং এবং কোয়ালিটি দুটোই ভালো থাকে। এছাড়াও, ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোবার সময় ডিটারজেন্ট পাউডারের বদলে তরল ডিটারজেন্ট ব্যবহার করার চেষ্টা করুন। ডিটারজেন্ট পাউডার অনেক সময় পোশাকের ফাইবার কে নষ্ট করে। ফলে, জামা কাপড় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তরল ডিটারজেন্ট ব্যবহার করলে সেই আশঙ্কা অনেকটাই কমে যাবে।

Advertisements