জাতীয় সড়ক, এক্সপ্রেসওয়েতে যাতায়াতে বাড়তে চলেছে খরচ, এই বাড়তে পারে টোল ট্যাক্স

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জাতীয় সড়ক হোক অথবা এক্সপ্রেসওয়ে, সড়কপথে যাতায়াতকারীদের প্রত্যেকের জন্যই তার গুরুত্বপূর্ণ। কেননা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার ক্ষেত্রে জাতীয় সড়ক (National Highway) অথবা এক্সপ্রেসওয়ে (Expressway) দিয়ে হামেশাই পারাপার করতে হয়। তবে এবার এই সকল সড়ক দিয়ে যানবাহন যাতায়াতের খরচ বাড়তে পারে।

Advertisements

সুত্র মারফত যা জানা যাচ্ছে তাতে জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়ের টোল (Toll tax likely to be hike) বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)। টোল ট্যাক্স বৃদ্ধি করা হলে সড়কপথে জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়ের উপর দিয়ে গেলে খরচ বৃদ্ধি পাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements

নতুন এই নিয়ম জারি হওয়ার বিষয়ে সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে নতুন অর্থ বর্ষ অর্থাৎ ১ এপ্রিল থেকে তা কার্যকর হতে পারে। যদিও ঠিক কত পরিমাণ টোল ট্যাক্স বৃদ্ধি করা হবে তা সম্পর্কে জানা না গেলেও মোটামুটি একটি আভাস পাওয়া গিয়েছে। সেই আভাস অনুযায়ী ৫ থেকে ১০ শতাংশ টোল ট্যাক্স বৃদ্ধি পেতে পারে।

Advertisements

তবে জাতীয় সড়ক অথবা এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে টোল ট্যাক্সের পরিমাণ পরিবর্তন এই প্রথম নয়। ২০০৮ সালে জাতীয় সড়ক ফি (রেট নির্ধারণ এবং সংগ্রহ) নীতি অনুযায়ী প্রতি বছর নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নতুন টোল ট্যাক্স রেট কার্যকর করা হয়। সেইমতো যে বছর তা বৃদ্ধি করার প্রয়োজন পড়ে তা করা হয়, আবার কোন কোন বছর একই রেট রাখা হয়ে থাকে।

জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়ের টোল ট্যাক্স বৃদ্ধির বিষয়ে চলতি মাসে প্রস্তাবিত খসড়া খতিয়ে দেখবে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক। পুরো বিষয়টি খতিয়ে দেখার পর কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির টোল ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের গাড়ির ক্ষেত্রে টোল ট্যাক্স বৃদ্ধির মাত্রা বিভিন্ন ধরনের হতে পারে। তবে টোল ট্যাক্স থেকে ২০ কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা অবাণিজ্যিক ক্ষেত্রে মাসিক টোল ট্যাক্স দেওয়ার সুযোগ পান। তাতে তারা যতবার খুশি যাতায়াত করতে পারেন।

Advertisements