প্রচারে বেরিয়ে শাড়ির কুঁচি ধরে ঊর্ধ্বশ্বাসে দৌড় Saayoni Ghosh-এর

নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের তরফ থেকে এবার আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সদ্য তৃণমূলে যোগ দেওয়ার সায়নী ঘোষের। আর এই নাম ঘোষণা হওয়ার পর থেকেই এলাকায় চিটিয়ে থাকতে দেখা যাচ্ছে তাকে। জোর কদমে প্রচার চালাচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বলাই বাহুল্য প্রচারে কোথাও কোনো রকম ত্রুটি রাখছেন না তিনি। প্রতিদিনই তাকে দেখা যাচ্ছে আসানসোলের এই কেন্দ্রে মিছিল-মিটিং অথবা বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারতে।

আর সেই সকল প্রচারের একটি ভিডিও সম্প্রতি সায়নী তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে প্রচারের ভিডিওর সাথে তিনি যোগ করেছেন তৃণমূলের সেই জোশ জোগানো ডিজে গান ‘খেলা হবে’। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে সায়নী ঘোষকে কখনো শাড়ি পরে ছোটাছুটি করতে আবার কখনো বাড়ির মহিলাদের সাথে হাত মেলাতে। এই ভিডিওর একটি অংশ তাকে দেখা যায় শাড়ির কুঁচি ধরে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিতে।

এবার ভোটের আগে অনুব্রত মণ্ডল ‘খেলা হবে’ এই স্লোগান তুলেছেন। তারপরেই এই স্লোগানকে কেন্দ্র করে গান তৈরি করে ফেলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তারপর থেকেই এই গান বিপুল জনপ্রিয়তা লাভ। রাজনীতির আঙ্গিনা ছাড়িয়ে এই গান পৌঁছে যায় বিয়ের আঙ্গিনাতেও। আর এবার সেই গানকেই নিজের প্রচারের সাথে জুড়ে ভিডিও শেয়ার করলেন সায়নী ঘোষ।

[aaroporuntag]
যদিও এই ‘খেলা হবে’ স্লোগান অথবা ‘খেলা হবে’ গানকে কেন্দ্র করে কম বিতর্ক তৈরি হয়নি। বিরোধী দলের নেতারা বারংবার অভিযোগ তুলছেন, এই স্লোগান আসলে সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য। তবে বিরোধীদের সেই অভিযোগকে পাত্তা দিতে চাইনা শাসক দল। বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর তারা নতুন স্লোগান তুলেছেন ‘ভাঙ্গা পায়েই খেলা হবে’।