IPL ২০২০-র সবথেকে দামি ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদন : IPL ২০২০ র খেলোয়াড়দের নিলাম সোমবার কলকাতার বুকে অনুষ্ঠিত হলো। এই নিলামে ৩৩৮ জন খেলোয়াড়ের মধ্যে থেকে ৬২ জনকে কিনেছে বিভিন্ন দল, যাতে মোট খরচ হওয়া টাকার পরিমান ১০৪ কোটি ৩০ লাখ টাকা। IPL -এ জেতার জন্য প্রয়োজন ভালো ক্রিকেটারদের, তাই দলগুলি ক্রিকেটার কেনার পেছনে খরচ করেছে বিপুল অর্থ। এই অর্থের দিক থেকে মরসুমের সব থেকে দামি ক্রিকেটারের তালিকায় এগিয়ে রয়েছেন ৫ জন ক্রিকেটার। জেনে নিন করা তারা-

• দামী ক্রিকেটারদের তালিকায় শীর্ষে আছেন প্যাট কামিন্স৷ সাড়ে ১৫ কোটি টাকা খরচ করে আইপিএলের সবথেকে দামী এই ক্রিকেটারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার তিনি। ২০১৪-২০১৫ সালেও কলকাতার হয়ে খেলেছিলেন তিনি। শেষবার বেশি টাকা দিয়ে মুম্বাই তাঁকে কিনলেও চোটের জন্য খেলেননি তিনি। এই মরশুমে আবারও তিনি নামবেন কলকাতার হয়ে খেলতে।

• প্যাট কামিন্সের পরেই দামের দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল৷ কিংস ইলেভেন পাঞ্জাব তাঁকে ১০ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে তাঁকে কিনেছে। আগের মরশুমে ৯টি ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি। শেষের দিকে চাপেও বড় শট নিতে পারেন ম্যাক্সওয়েল।

• তৃতীয় স্থানে আছেন আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস, যাকে ১০ কোটি টাকায় কিনেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ কিছু সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি নেন তিনি কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-২০ লিগে খেলছেন তিনি।

• ওয়েস্ট ইন্ডিয়ান বোলার শেলডন কর্টরেল আছেন এই তালিকায় চতুর্থ স্থানে, ৮ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। এর আগে IPL খেলেননি তিনি এবারই প্রথম। ইতিমধ্যেই স্যালুট মেরে উচ্ছ্বাস প্রকাশ করার ভঙ্গিমার জন্য সোশ্যাল নেটওয়ার্কে বেশ জনপ্রিয় তিনি।

• আইপিএল ২০২০’র দামি ক্রিকেটারের তালিকায় পঞ্চম স্থানে আছেন অজি ক্রিকেটার নাথান কুল্টার-নাইল। ৮ কোটি টাকায় মুম্বাই ইন্ডিয়ান্স কেনে তাঁকে।তাঁকে দলে নেওয়ার জন্য নিলামে হাড্ডাহাড্ডি লড়াইয় চলে মুম্বাই ও চেন্নাইয়ের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত মুম্বাই-ই কেনে তাঁকে। বর্তমানে দারুন ফর্মে রয়েছেন ক্রিকেট তারকা।