নিজস্ব প্রতিবেদন : নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের শুভেন্দু অধিকারীর কাছে হেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ানোর দাবি তুলেছিলেন কারচুপি করা হয়েছে। আর সেই মতো পুনর্গণনার দাবিতে একাধিকবার তাকে সাওয়াল তুলতে দেখা গিয়েছে। আর এই সাওয়াল ছাড়াও এবার তিনি সরাসরি হাইকোর্টে মামলা করলেন।
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র ছাড়াও আরও যে চারটি বিধানসভা কেন্দ্রের পুনর্গণনার দাবি তোলা হয়েছে সেই চারটি বিধানসভা কেন্দ্র হল বলরামপুর, বনগাঁ দক্ষিণ, গোঘাট এবং ময়না। অর্থাৎ নন্দীগ্রাম নিয়ে তৃণমূল পাঁচটি বিধানসভা কেন্দ্রে পুনর্গণনার দাবি চাইছে। কিন্তু কেন এই পাঁচটি বিধানসভা কেন্দ্রে পুনর্গণনার দাবি চাইছে তৃণমূল?
নন্দীগ্রাম : একুশের বিধানসভায় পাখির চোখ ছিল নন্দীগ্রাম। হেভিওয়েট দুই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় এই কেন্দ্রে। ফলাফল প্রকাশিত হলে দেখা যায় শুভেন্দু অধিকারী পেয়েছেন ১১০৭৬৪টি ভোট এবং মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১০৮৮০৮টি ভোট। দুজনের ভোটের পার্থক্য ১৯৫৬টি।
বলরামপুর : পুরুলিয়ার বলরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বনেশ্বর মাহাতো পেয়েছেন ৮৯৫২১টি ভোট এবং তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো পেয়েছেন ৮৯০৯৮টি ভোট। দুজনের ভোটের পার্থক্য মাত্র ৪২৩।
বনগাঁ দক্ষিণ : উত্তর ২৪ পরগনা বনগাঁ দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার পেয়েছেন ৯৭৮২৮টি ভোট এবং তৃণমূল প্রার্থী আলো রানী সরকার পেয়েছেন ৯৫৮২৪টি ভোট। দুজনের ভোটের পার্থক্য ২০০৪।
গোঘাট : হুগলির গোঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক পেয়েছেন ১০২২২৭টি ভোট এবং তৃণমূল প্রার্থী মানস মজুমদার পেয়েছেন ৯৮০৮০টি ভোট। দুজনের ভোটের পার্থক্য ৪১৪৭।
ময়না : পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক দিন্দা পেয়েছেন ১০৮১০৯টি ভোট এবং তৃণমূল প্রার্থী সংগ্রাম কুমার দোলাই পেয়েছেন ১০৬৮৪৯টি ভোট। দুজনের ভোটের পার্থক্য ১২৬০।
সূত্র মারফত জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূলের আরও এই চার প্রার্থী দলের অনুমতি নিয়ে পুনর্গণনার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।