মালভূমির মাটিতে সুন্দরবন! বিশ্বাস না হলে ঘুরে আসতে হবে এই জায়গা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরের শেষ আর নতুন বছরের শুরুর অপেক্ষা। এই সন্ধিক্ষণে শীতের সময় পর্যটকদের দূর-দূরান্তে ঘুরতে যেতে দেখা যায়। তবে হাতের কাছেই এমন এমন জায়গা রয়েছে যেগুলি সম্পর্কে অনেকেই জানেন না। এমনকি মালভূমির মাটিতেও সুন্দরবনের স্বাদ মিলতে পারে তাও হয়তো অনেকের অজানা।

Advertisements

মালভূমির মাটিতে এমন সুন্দরবনের স্বাদ পাওয়া যেতে পারে পশ্চিমবঙ্গেই। কলকাতা, বর্ধমান, দুর্গাপুরের মত জেলা থেকে আবার এই জায়গায় খুব সহজে পৌঁছানো যায়। ভ্রমণপিপাসুদের কাছে এমন নতুন ডেসিনেশন হতে পারে পুরুলিয়া। পুরুলিয়ায় ঘুরে দেখার জন্য অযোধ্যা, গড় পঞ্চকোট, জয়চন্ডী, বরন্তির মতো অনেক জায়গা রয়েছে। তবে এই সকল জায়গার মধ্যেই নতুন ডেস্টিনেশন হিসেবে সুন্দরবনের স্বাদ মিলতে পারে আরও একটি জায়গায়।

Advertisements

পুরুলিয়ায় এমন নতুন যে জায়গাটির কথা বলা হচ্ছে তার নাম হলো রঞ্জনদি ড্যাম বা পুরুলিয়ার সুন্দরবন। অন্ততপক্ষে এলাকার মানুষ এবং পর্যটকদের কাছে এই জায়গাটি এমন নামেই পরিচিত। এখন যখন শীতের মৌসুম শুরু হয়েছে সেই সময় এই জায়গায় ভীড় জমতে শুরু করেছে পর্যটকদের।

Advertisements

পুরুলিয়ার এই সুন্দরবন ভাদ্রা রেলস্টেশন থেকে মাত্র ১৩ কিলোমিটার এবং কাশিপুর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে। আসলে এই জায়গাকে পুরুলিয়ার সুন্দরবন বলা হয় এই কারণেই, কারণ এখানে যেভাবে গাছের সারি রয়েছে তা দেখতে অনেকটা সুন্দরবনের মতোই। এছাড়াও রয়েছে সুন্দরবনের মতো আনন্দ উপভোগ করার বিভিন্ন রসদ।

এখানে রয়েছে নৌকা বিহারের সুযোগ এবং নৌকা বিহার করার সময় দেখা মিলতে পারে পিনটেল, বালি হাঁস সহ নানান প্রজাতির পরিযায়ী পাখিদের। এছাড়াও সুন্দরবনের মতোই এখানে রয়েছে বেশ কয়েকটি দ্বীপ। এই জায়গা কে কেন্দ্র করে একাধিক রিসোর্ট তৈরি হওয়ার ফলে ঘুরতে আসা পর্যটকদের থাকা-খাওয়া নিয়ে কোন অসুবিধার সম্মুখীন হতে হবে না।

Advertisements