Train journey to North Bengal: আর ঘেঁষাঘেষি নয়, এবার উত্তরবঙ্গ ভ্রমণে ট্রেন জার্নি হবে আরামদায়ক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Train journey to North Bengal: সাধারণ মানুষের যাতায়াতের লাইফ লাইন বলা হয় রেল মাধ্যমকে। দূর-দূরান্তে যাতায়াতের নানান মাধ্যম থাকলেও বেশিরভাগ মানুষই রেলপথকে বেছে নেয়। শুধু দূর-দূরান্ত বলা ভুল হবে, কাজের সূত্রেও মানুষ কম খরচে আরামদায়ক ভ্রমণের জন্য বেছে নেন রেলপথকেই। আর সেই সাধারণ মানুষের সুবিধার্থেই রেল দফতর আনছে একাধিক সুবিধা। তেমনি উত্তরবঙ্গগামী পর্যটকদের জন্য এক দুর্দান্ত সুবিধা আনলো রেল পরিষেবা (Train journey to North Bengal)। কি সেই সুবিধা? কতদিনই বা সেই সুবিধা থাকবে?

Advertisements

শীতকাল মানেই ঘুরে বেড়ানোর সময়। এই সময় কম-বেশি সকলেই বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও পিকনিক করার পরিকল্পনা করেন। অনেকেই প্ল্যান করেন নর্থ বেঙ্গল ঘুরতে যাওয়ার। যার ফলে এই সময় উত্তরবঙ্গগামী দূরপাল্লার ট্রেনগুলিতে পরিলক্ষিত হয় অতিরিক্ত যাত্রীদের ভিড়। আর সেই ভিড় সামাল দিতেই এক নয়া সিদ্ধান্ত নিল পূর্ব রেল। কি সেই সিদ্ধান্ত?

Advertisements

সম্প্রতি পূর্ব রেল তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার ট্রেনের (Train journey to North Bengal) কোচ বৃদ্ধির বিষয়ে। কোনো ট্রেনে এসির কোচ বাড়ানো হয়েছে তো কোনো ট্রেনে বৃদ্ধি করা হয়েছে স্লিপার কোচ। যার ফলে উত্তরবঙ্গের ট্রেন জার্নিতে আরামদায়ক ভ্রমণ করতে পারবেন পর্যটক সহ উত্তরবঙ্গের সাধারণ রেল যাত্রীরা। মূলত উত্তরবঙ্গের রেল যাত্রীদের চাহিদা বৃদ্ধি হওয়ায় ভিড় সামাল দিতেই এই পদক্ষেপ নিল পূর্ব রেল। কোন কোন ট্রেনের কোচ বাড়ানো হয়েছে? কত দিনই বা থাকবে এই দুর্দান্ত অফার?

Advertisements

আরও পড়ুন:Lalgola-Sealdah EMULalgola-Sealdah EMU: লালগোলা-শিয়ালদহ EMU কেন দাঁড়াবে রানাঘাটে, জানুন আসল কারণ

উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে শুরু করে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের মত একাধিক ট্রেনের অতিরিক্ত কোচ বাড়িয়েছে পূর্ব রেল। যেমন শিয়ালদহ-বালুরঘাট টু শিয়ালদহ এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত কোচ বৃদ্ধি করা হয়েছে ২টি। যার মধ্যে ১টি এসি ৩ টিয়ার কোচ অন্য একটি স্লিপার সেকেন্ড ক্লাস কোচ। এছাড়াও একটি স্লিপার সেকেন্ড ক্লাস কোচ বাড়ানো হয়েছে শিয়ালদহ-আলিপুরদুয়ার টু শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের। অন্যদিকে শিয়ালদহ-বানারহাট টু শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেসে অতিরিক্ত স্লিপার সেকেন্ড ক্লাস কোচ বৃদ্ধি করা হয়েছে ২টি।

তবে এই অতিরিক্ত কোচ বৃদ্ধি সর্বসময়ের জন্য নয়। পূর্ব রেল তরফে খবর রয়েছে উপরে উল্লেখিত উত্তরবঙ্গগামী ট্রেনগুলিতে যে অতিরিক্ত কোচ বাড়ানো হয়েছে তা সীমিত সময়ের জন্য থাকবে। আর সেই সময়সীমা হল ১৬ই জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত। মূলত যাত্রীদের সুবিধার (Train journey to North Bengal) কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

Advertisements