নিজস্ব প্রতিবেদন : রাজ্যে যে বিপুলসংখ্যক যানবাহনের কর (Vehicle Tax) বাকি রয়েছে এবং সেই সকল কর আদায়ের জন্য রাজ্য সরকার নতুন পদক্ষেপ নেয়। নতুন পদক্ষেপ অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে যানবাহনের মালিকদের বকেয়া কর জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক ছাড় (Vehicle Tax Waiver Scheme) দেওয়ার ঘোষণা করা হয়। এবার সেই স্কিমের মাধ্যমে কর জমা দেওয়ার ক্ষেত্রে ফের সুখবর দিল রাজ্য পরিবহন দপ্তর।
রাজ্য সরকারের পরিবহন দপ্তরের তরফ থেকে যে ওয়েভার স্কিম ঘোষণা করা হয়েছিল সেই স্কিম অনুযায়ী গাড়ির বকেয়া কর মেটানোর জন্য জরিমানা মুকুবের ঘোষণা করা হয়েছিল। গত জানুয়ারি মাসের ১ তারিখ থেকে লাগু হওয়া এই স্কিম প্রথম দফায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত চালু থাকার ঘোষণা করা হলেও পরবর্তীতে তার ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। আর শেষ বেলায় এসে আরও বড় ঘোষণা করল রাজ্য পরিবহন দপ্তর।
ওয়েভার স্কিম সম্পর্কে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছিল তাতে বলা হয়েছিল, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সকল যানবাহনের কর বকেয়া হিসাবে রয়েছে তারা যদি ওয়েভার স্কিম চলাকালীন করজমা করে তাহলে জরিমানার ক্ষেত্রে ১০০% ছাড় দেওয়া হবে। এছাড়াও আগাম কর জমা দেওয়ার ক্ষেত্রে বছর অনুযায়ী ছাড় দেওয়ার ঘোষণাও করা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে বকেয়া কর সহ আগাম কর জমা দেওয়ার হিড়িক বেড়েছে।
এমন পরিস্থিতিতে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য আগামী ৩০ মার্চ ও ৩১ মার্চ শনিবার এবং রবিবার অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি ২ এপ্রিল পর্যন্ত ওয়েভার স্কিমের কাজ চলবে বলেও জানানো হয়েছে। যদিও ২ এপ্রিল পর্যন্ত ওয়েভার স্কিমের কাজ চললেও নতুন করে গাড়ির ফিটনেস সার্টিফিকেট নেওয়া যাবে না। তবে যদি কারো ফিটনেস সার্টিফিকেট নেওয়া থাকে তাহলে কোন জরিমানা বা অতিরিক্ত চার্জ ছাড়াই স্কিমের সুবিধা পাওয়া যাবে।
রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশ অনুযায়ী কেবলমাত্র ৩০ ও ৩১ মার্চ নয়, ইতিমধ্যেই ২৩ মার্চ অর্থাৎ শনিবারও আঞ্চলিক অফিসগুলিতে কাজ হয়েছে। যেখানে শনিবার এবং রবিবার অফিসগুলি ছুটি থাকে সেই জায়গায় গত শনিবার অফিস খোলা ছিল। ২৪ মার্চ রবিবার বন্ধ থাকলেও আগামী ৩০ ও ৩১ মার্চ শনিবার এবং রবিবার আঞ্চলিক অফিসগুলিতে গিয়ে যানবাহন মালিকরা ওয়েভার স্কিমের সুবিধা পেতে পারবেন।